সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

মনের কথা বলেছেন নাসিরুদ্দিন শাহ

 শোবিজ ডেস্ক

মনের কথা বলেছেন নাসিরুদ্দিন শাহ

চলচ্চিত্র শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য টাকা দরকার ছিল নাসিরুদ্দিনের। তিনি বাবাকে চিঠিতে লিখেছিলেন, ৬০০ টাকা এখনই দরকার। ভেবেছিলেন বাবা দেবেন না। কিন্তু মানিঅর্ডার করে টাকা পাঠিয়ে দেন তিনি। রাজনীতি হোক কিংবা সমাজ, অভিনেতা নাসিরুদ্দিন শাহ সব কিছু নিয়েই খোলাখুলি মতামত দেন। ব্যক্তিগত জীবন সম্পর্কে কথাবার্তা বলতেও সংকোচ নেই তাঁর। সম্প্রতি এক সাক্ষাৎকারে নাসির প্রকাশ্যে আনলেন বাবার সঙ্গে তাঁর সম্পর্কের জটিলতার কথা। বর্ষীয়ান অভিনেতা জানান, বাবার সঙ্গে যে দূরত্ব তৈরি হয়েছিল, কোনোভাবেই তা সহজ করতে পারেননি তিনি। দুজনের মধ্যে কথা হতো না।

নাসিরের আক্ষেপ, শেষ দিনগুলোতেও বাবার পাশে থাকতে পারেননি তিনি। বাবা আলী মুহম্মদ চলে যাওয়ার পর উতলা হয়ে উঠেছেন। নাসির বলেন, সব সময় বাবার সঙ্গে আমার একটা দূরত্ব থেকেই যেত। যা কখনো ঘোচেনি। এ জন্য আমি আফসোসও করি।

 

সর্বশেষ খবর