বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ ০০:০০ টা

ঘসেটি বেগম জয়া!

শোবিজ ডেস্ক

ঘসেটি বেগম জয়া!

বাংলার নবাব আলীবর্দী খানের বড় কন্যা ঘসেটি বেগম। তিনি সম্পর্কে নবাব সিরাজউদ্দৌলার খালা। ১৭৫৭ সালে পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে পরাজিত হন সিরাজউদ্দৌলা। ঘসেটি বেগম ছিলেন সেই সময়ের বাংলার অন্যতম প্রভাবশালী নারী। কথিত আছে, সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্রে মীর জাফরকে সাহায্য করেছিলেন ঘসেটি বেগম। এজন্য ঘসেটি বেগমের সঙ্গে ‘বিশ্বাসঘাতক’ তকমা সেঁটে দিয়েছেন অনেকে। সেই ঘসেটি বেগমের জীবনী এবার বড় পর্দায় নিয়ে আসছেন কলকাতার পরিচালক অর্জুন দত্ত। ঘসেটি বেগম চরিত্রে কে অভিনয় করবেন? টলিপাড়ার একটি সূত্র বলছেন ‘এই চরিত্রের জন্য পরিচালকের পছন্দ স্বস্তিকা।’ অন্য একটি সূত্র বলছেন, ‘সিনেমার বিষয় ভাবনার কথা চিন্তা করে এ প্রস্তাব গিয়েছে জয়া আহসানের কাছে। কারণ সিনেমাটির সময়কাল এবং তৎকালীন বাংলার নবাবি পোশাকের সঙ্গে জয়ার লুক বেশি মানানসই বলে মনে করছেন নির্মাতারা।’ এখানেই শেষ নয়, এই চরিত্রের জন্য পাওলি দামের নামও উঠে এসেছে। তবে এ বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি স্বস্তিকা মুখার্জি কিংবা জয়া আহসান। নীরব পাওলি দামও।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর