রবিবার, ২৩ জুন, ২০২৪ ০০:০০ টা

মিশা সওদাগরের ভাবনা

শোবিজ প্রতিবেদক

মিশা সওদাগরের ভাবনা

ঈদে মুক্তি পাওয়া ‘তুফান’ ছবিতে অভিনয় করেছেন মিশা সওদাগর। ছবিটির সাফল্যে তিনি বলেন, ‘তুফান’ একটি ফুল কমার্শিয়াল সিনেমা। আমি সবসময় বলে আসছি, কমার্শিয়াল সিনেমা বাঁচলে ইন্ডাস্ট্রি বাঁচবে। আরও বলে আসছি, যে দেশে কমার্শিয়াল সিনেমা চলবে সে দেশের ইন্ডাস্ট্রি বেঁচে যাবে। এটাই সত্য। ‘তুফান’ তার অন্যতম উদাহরণ। তিনি আরও বলেন, ‘তামিল সিনেমা কেন মানুষ দেখে? ভাষা না বুঝেও কেউ কেউ দেখেন। কেন? কমার্শিয়াল সিনেমা বলেই দেখেন। তার মানে ‘লাপাতা লেডিস’ যে হবে না তা কিন্তু না। কিন্তু ইন্ডাস্ট্রি বাঁচাতে হলে কমার্শিয়াল মুভি লাগবে।’ তিনি বলেন, ‘আফরান নিশো, অপূর্ব, মোশাররফ করিম কাজ করুক। সবাই মিলে কাজ করলে সিনেমার জন্য ভালো। সবাইকে ওয়েলকাম জানাব। সব শিল্পীর অংশগ্রহণে চলচ্চিত্র শিল্প এগিয়ে যাবে। আমি সবসময় চাই, সবাই মিলে কাজ করি। দেখুন, একটা আঙুলের চেয়ে পাঁচটা আঙুলের শক্তি অনেক বেশি। মঞ্চ, টেলিভিশন সব মাধ্যমের সবাই মিলে যদি সিনেমায় ভালো করি তাহলে আমাদের চলচ্চিত্রশিল্প আরও বেটার করবে। তাই তো বলি, কমার্শিয়াল সিনেমা বাঁচলে ইন্ডাস্ট্রি মজবুত হবে’, তিনি বলেন।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর