মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চলতি বছরে তারকাবহুল আরও যত ছবি

চলতি বছরে তারকাবহুল আরও যত ছবি

চলতি বছরের বাকি আছে প্রায় ছয় মাস। আর এ সময়ে মুক্তি পেতে যাচ্ছে বেশ কিছু তারকাবহুল ছবি। এসব ছবি ও ছবির তারকাদের কথা তুলে  ধরেছেন - আলাউদ্দীন মাজিদ

 

শাকিব-সোনাল (দরদ)

‘দরদ’। এ ছবির মুখ্য চরিত্রে রয়েছেন শাকিব খান। অনন্য মামুন পরিচালিত এ ছবির মাধ্যমে প্রথমবার শাকিবের বিপরীতে অভিনয় করলেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। এতে আরও অভিনয় করেছেন পায়েল সরকার, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ। প্রযোজনা সংস্থার মতো আগামী  সেপ্টেম্বরে মুক্তি দেওয়া হবে ছবিটি।

সিয়াম-বুবলী (জংলি)

এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবিতে আছেন সিয়াম ও বুবলী। নির্মাতা সূত্রে জানা গেছে এ বছরের  শেষেই ‘জংলি’ মুক্তি দেওয়া হবে। এম রাহিম বলেন, ‘ছবিটি মুক্তির জন্য পুরোপুরি প্রস্তুত। শিগগিরই আনুষ্ঠানিকভাবে মুক্তির তারিখ জানানো হবে।’ এতে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু প্রমুখ।

 

আরিফিন শুভ-ঐশী (নূর)

আরিফিন শুভ অভিনীত ‘নূর’। পরিচালনা করেছেন রায়হান রাফী। শুভর বিপরীতে আছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। এরই মধ্যে শুভ তার ‘নূর’ ছবির প্রচারণা শুরু করে দিয়েছেন। প্রযোজনা সংস্থার বরাতে জানা  গেছে, ছবিটি সেপ্টেম্বরের দিকেই মুক্তি পাবে।

 

বাঁধন (এশা মার্ডার : কর্মফল)

সানী সানোয়ার পরিচালিত ‘এশা মার্ডার : কর্মফল’। ছবিটি এ বছর  মুক্তি পাবে বলে জানান নির্মাতা। সত্য ঘটনা অবলম্বনে নির্মিত ‘এশা’ ছবির নাম ভূমিকায় আছেন পূজা এগনেজ। পুলিশ কর্মকর্তার চরিত্রে অভিনয় করেছেন আজমেরী হক বাঁধন। এতে অভিনয় করেছেন মিশা সওদাগর, শতাব্দী ওয়াদুদ।

 

শুভ-মন্দিরা (নীলচক্র)

আরিফিন শুভ অভিনীত ‘নীলচক্র’ও মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। সিনেমায় আরিফিন শুভর সঙ্গে নায়িকা হিসেবে আছেন মন্দিরা চক্রবর্তী। এ ছবিতে কণ্ঠশিল্পী বালাম অভিনয় করেছেন বলে শোনা গেছে। ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, প্রিয়ন্তী ঊর্বীসহ অনেকেই। চলতি বছরের শেষের দিকে ছবিটি মুক্তির আভাস দিয়েছেন পরিচালক।

রাজ-ইধিকা (কবি)

শরিফুল রাজের ‘কবি’ সিনেমাও চলতি বছরে মুক্তির কথা আছে। এতে রাজের বিপরীতে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী ইধিকা পাল। হাসিবুর রেজা কল্লোলের নির্মাণে আরও অভিনয় করেছেন-মিশা সওদাগর, কলকাতার খরাজ মুখোপাধ্যায়, অনন্যা বিশ্বাসসহ অনেকেই।

 

শুভ-নুসরাত (ঠিকানা বাংলাদেশ)

অনম বিশ্বাসের ‘ঠিকানা বাংলাদেশ’ শিরোনামে সিনেমাটিতে আরিফিন শুভর সঙ্গে নুসরাত ফারিয়াকে দেখা যাবে। সিনেমাটি ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা আছে বলে জানিয়েছেন পরিচালক।

সর্বশেষ খবর