ব্যান্ড তারকা শাফিনের মৃত্যুর এক সপ্তাহ না পেরোতেই পরপারে পাড়ি জমালেন এ দেশের আরেক জনপ্রিয় সংগীত তারকা জুয়েল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কাকতালীয় বিষয় হলো, একই দিন একই কবরস্থানে দুজনকে সমাহিত করা হয়। গতকাল বেলা ১১টা ৫৩ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জুয়েল। তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তাঁর জন্ম ১৯৬৮ সালের ২৯ সেপ্টেম্বর। ২৩ জুলাই শ্বাসকষ্ট শুরু হলে জুয়েলকে এ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর লাইফ সাপোর্টে ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুর কাছেই হার মানলেন সংগীতশিল্পী হাসান আবিদুর রেজা জুয়েল। জুয়েলের মৃত্যুর বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেন কণ্ঠশিল্পীর স্ত্রী সংগীতা আহমেদ। সংগীতা জানান, জুয়েলের রক্তে প্লাটিলেট এবং রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে গিয়েছিল। ২০১১ সালে জুয়েলের যকৃতের ক্যান্সার ধরা পড়ে। এরপর তা ফুসফুস ও হাড়েও সংক্রমিত হয়। তখন থেকেই দেশে ও দেশের বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। আইয়ুব বাচ্চুর সুরে জুয়েলের প্রথম অ্যালবাম ‘কুয়াশা প্রহর’ প্রকাশিত হয় ১৯৯৩ সালে। প্রথম অ্যালবামেই বাজিমাত করেন জুয়েল। এরপর একে একে প্রকাশিত হয় ‘এক বিকেলে’, ‘আমার আছে অন্ধকার’, ‘একটা মানুষ’, ‘দেখা হবে না’, ‘বেশি কিছু নয়’, ‘বেদনা শুধুই বেদনা’, ‘ফিরতি পথে’, ‘দরজা খোলা বাড়ি’ ও ‘এমন কেন হলো’। তাঁর ‘এক বিকেলে’ অ্যালবামটি সবচেয়ে আলোচিত ছিল। একটি করে গান নিয়ে প্রকাশিত হয়েছে আরও দুটি অ্যালবাম ‘তাতে কি বা আসে যায়’ (২০১৬) এবং ‘এই সবুজের ধানক্ষেত’ (২০১৬)। ১০টি একক অ্যালবামের মধ্যে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ‘এক বিকেলে’ অ্যালবামটি। সর্বশেষ ২০১৭ সালে বাপ্পা মজুমদারের সুরে মুক্তি পায় জুয়েলের একক গান ‘খুব সকালে’। সংগীতের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান নির্মাতা ও ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গেও যুক্ত ছিলেন জুয়েল। তাঁর আরও একটি বড় পরিচয় টেলিভিশন অনুষ্ঠান ও তথ্যচিত্র নির্মাতা হিসেবে। পাশাপাশি সঞ্চালনাও করেছেন অনেক অনুষ্ঠান। জুয়েলের অকাল প্রস্থানে শোক নেমেছে সাংস্কৃতিক অঙ্গনে। গতকাল বাদ আসর গুলশান আজাদ মসজিদে জুয়েলের জানাজা এবং সন্ধ্যায় বনানী কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়।
শিরোনাম
- ট্রাম্পের ‘শেষ সতর্কবার্তার’ জবাবে যা বলল হামাস
- রাজধানীর খিলক্ষেতে অস্ত্রসহ চারজন গ্রেফতার
- লেভারকুজেনের নতুন কোচ ইউলমান
- রাজধানীতে ছিনতাইয়ের সময় গণপিটুনিতে যুবক নিহত
- রাজধানীতে অটোরিকশা চালককে হত্যা, দুইজন আটক
- ভিসা নীতিতে বড় পরিবর্তন আনল যুক্তরাষ্ট্র
- সমুদ্রের বাতাসে লুকিয়ে আছে দীর্ঘ জীবনের রহস্য: গবেষণা
- আগস্টের মাসসেরা হওয়ার দৌড়ে তিন পেসারের লড়াই
- গাইবান্ধায় ফরম পূরণের ফি বৃদ্ধি প্রত্যাহারের দাবিতে ছাত্রদলের বিক্ষোভ
- ডাকসু নির্বাচনে ঢাবিতে যান চলাচল নিয়ন্ত্রণে ডিএমপি
- আহতদের বিনামূল্যে চিকিৎসার নির্দেশ নেপালের স্বাস্থ্য মন্ত্রণালয়ের
- শ্রীপুরে র্যাবের গাড়ি আটক করে হামলার ঘটনায় গ্রেপ্তার ১৪
- নেপালে ‘জেন-জি’ আন্দোলনে ১৯ জন নিহতের দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ
- হরতাল-অবরোধে অচল মোংলা বন্দরসহ বাগেরহাট
- আইসিসিতে রদ্রিগো দুতের্তের শুনানি স্থগিত
- যুক্তরাজ্যের চেভেনিং স্কলারশিপ পেলেন ২২ বাংলাদেশি
- ফেনীতে আর্সেনিকমুক্ত নিরাপদ নলকূপ স্থাপনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
- যুদ্ধাপরাধ তদন্তে জাতিসংঘের আহ্বান প্রত্যাখ্যান শ্রীলঙ্কার
- কুয়াকাটায় যুবদল নেতাকে চেষ্টার অন্যতম আসামি গ্রেফতার
- গাজায় গণহত্যা বন্ধে ইসরায়েলের বিরুদ্ধে ৯ পদক্ষেপ স্পেনের প্রধানমন্ত্রীর
চলেই গেলেন ‘এক বিকেলের’ গায়ক জুয়েল...
শোবিজ প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর