অনেক চেষ্টার পরও ফেরানো গেল না অভিনেত্রী আফরোজাকে। টিভি নাটকের পরিচিত মুখ আফরোজা হোসেন মারা গেছেন। গতকাল ভোর ৬টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী মনিরা আক্তার মিঠু। দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন আফরোজা হোসেন। তিনি জরায়ুমুখ ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ধীরে ধীরে তা মেরুদণ্ড থেকে হাড়ে ছড়িয়ে পড়ে। ২০২২ সালে তার ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার জন্য তাকে মুম্বাইতেও নেওয়া হয়েছিল। আফরোজা বিনোদন অঙ্গনের পরিচিত মুখ। তিনি ক্যারিয়ার শুরু করেন টেলিভিশন নাটক দিয়ে। পরে তিনি চলচ্চিত্রেও কাজ করেছেন। ১৯৯০-এর দশকে তার অভিনীত সিনেমাগুলো দর্শকমহলে বেশ প্রশংসিত হয়েছিল। সর্বশেষ ‘আবার বসন্ত’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি।