‘ফেলুবক্সী’ সিনেমা দিয়ে টলিউডে অভিষেক হতে চলছে পরীমণির। আগেই ঘোষণা করা হয়েছিল, সামনের বছর ১৭ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। এবার সামনে এলো সিনেমায় পরীমণির লুক। সিনেমায় পরীর চরিত্রের নাম লাবণ্য। পরী তাঁর ফেসবুক পেজে একটি পোস্টার শেয়ার দিয়েছেন। লিখেছেন- ‘লাবণ্যের সঙ্গে পরিচিত হও, যে তার উষ্ণতা এবং আত্মবিশ্বাস দিয়ে সবকিছুকে প্রজ্বলিত করে। চমৎকার মন, বিশেষ করে চওড়া হাসি দিয়ে সে বুদ্ধিদীপ্তভাবে মানবিকতা এবং ভালোবাসাকে ছড়িয়ে দেয়।’ পরীর এমন লুক দেখে তাঁর ভক্তরা খুব খুশি, সেটা পোস্টের নিচে ভক্তদের করা মন্তব্য দেখেই বোঝা যাচ্ছে। একজন মন্তব্য করেছেন- ‘শুভ কামনা রইল। অপেক্ষায় আছি!’ আরেকজন লিখেছেন- ‘ওয়াও’। অন্য আরেকজন মন্তব্য করেছেন- ‘অনেক সুন্দর লাগছে পরী।’ সিনেমাটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা। পরীমণি ছাড়াও অভিনয় করেছেন সোহম চক্রবর্তী। এ ছাড়াও আছেন কলকাতার অভিনেত্রী মধুমিতা সরকার। শুটিং হয়েছে গত বছরের এপ্রিলে।