টালিগঞ্জের জন্য বিষয়টি অত্যন্ত আনন্দের যে, এবার কলকাতার নয়া শেরিফ হিসেবে নিযুক্ত হয়েছেন রঞ্জিত মল্লিক। এক বছরের জন্য তাকে এই সাম্মানিক পদে নিযুক্ত করা হয়েছে। নতুন বছরের জানুয়ারি থেকেই কার্যভার গ্রহণ করছেন তিনি। রঞ্জিত মলি্লককে শেরিফ করার পাশাপাশি ১১টি জেলা পরিষদের প্রত্যেকটিতে একজন করে প্রতিমন্ত্রী পদমর্যাদার সচিবও নিয়োগ করেছেন মুখ্যমন্ত্রী। গতকাল বুধবার সকালে মুঠোফোনে রঞ্জিত মল্লিকের সঙ্গে কথা হলে তিনি বলেন, 'আমি কৃতজ্ঞ এমন একটি সাম্মানিক পদে আমাকে নিযুক্ত করার জন্য। আমার আন্তরিক চেষ্টা থাকবে যথাযথ দায়িত্ব পালন করার। সবার সহযোগিতা নিয়েই একত্রে সবার কল্যাণের জন্য কাজ করে যেতে চাই। সবার আশীর্বাদ কামনা করছি।' এদিকে রঞ্জিত মল্লিকের এমন একটি সাম্মানিক পদে নিযুক্ত হওয়া প্রসঙ্গে নায়ক রাজ রাজ্জাক বলেন, 'বিষয়টি সত্যিই আনন্দের। এর আগে মুম্বাইতে দীলিপ কুমার, অমিতাভ বচ্চন হয়েছিলেন। এবার রঞ্জিত বাবু হলেন। আমার পক্ষ থেকে তাকে অভিনন্দন জানাই।' প্রসঙ্গত, শেরিফ পদটি কলকাতার একটি সাম্মানিক পদ। এই পদে মূলত সেলিব্রেটি বা সমাজের সর্বজন পরিচিত গুণীজনদেরই বসানো হয়। এর আগে সুনীল গঙ্গোপাধ্যায় এবং রবীন্দ্রসংগীত শিল্পী সুচিত্রা মিত্র কলকাতার শেরিফ নিযুক্ত হয়েছিলেন। কলকাতার ওয়েস্ট বেঙ্গলের মল্লিক বাড়ির ছেলে রঞ্জিত মল্লিক। জন্ম ১৯৪৪ সালের ২৮ সেপ্টেম্বর। ১৯৭১ সালের মৃনাল সেনের 'ইন্টারভিউ' ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে চলচ্চিত্রে তার অভিষেক ঘটে।