খুব অল্প সময়ে সুনিপুণ অভিনয়শৈলী দিয়ে আলোচনায় এসেছেন অভিনেত্রী জানভী। এখন পর্যন্ত মাত্র দুটি টেলিফিল্ম তার প্রচার হয়েছে। একটি 'আমি তুমি সে' ও অন্যটি 'না বলা ভালোবাসা'। স্পর্শ টেলিমিডিয়া প্রযোজিত আমিন খানের গল্পে জানভী অভিনীত 'না বলা ভালোবাসা' টেলিফিল্মটি গত শুক্রবার এসএটিভিতে প্রচার হয়। টেলিফিল্মটি দর্শকের এতোই ভালো লাগে যে, দর্শকের অনুরোধে পর দিন শনিবারও একই সময়ে নাটকটি এসএটিভিতে প্রচার করতে বাধ্য হয়। জানভী বলেন, 'ভাবিনি এত রেসপন্স পাব। সত্যিই দর্শকের ভালোবাসায় আমি মুগ্ধ। আমি সবার দোয়ায় আরও অনেক ভালো অভিনয় করতে চাই।' এদিকে গত শুক্রবারই জানভী একজন 'আপ কামিং স্টার' হিসেবে অর্জন করেন বাবিসাস (বাংলাদেশ বিনোদন সাংবাদিক সমিতি) অ্যাওয়ার্ড। এদিকে চলতি মাসেই শুরু হতে যাচ্ছে সাংবাদিক অভি মঈনুদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে জানভীর প্রথম ছবি 'জানে না এ মন' ছবির শুটিং। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক ইমন। ছবিটির গল্প রচনা করেছেন আব্দুল্লাহ জহির বাবু। ছবিটি প্রযোজনা করছে 'স্পর্শ টেলিমিডিয়া'।