দীর্ঘ প্রেমের পর এবার নতুন বছরের শুরুতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন বলিউড পরিচালক আদিত্য চোপড়া এবং অভিনেত্রী রানী মুখার্জি। ১০ ফেব্রুয়ারি গাঁটছড়া বাঁধবেন আলোচিত ওই বলিউড জুটি। আদিত্য এবং রানী বহুদিন পর্দার আড়ালেই রেখেছিলেন নিজেদের সম্পর্কটি। এবার পর্দা হটিয়ে বেশ জাঁকজমক করেই বিয়ে করতে যাচ্ছেন তারা। রানী এবং আদিত্য দুজনেরই ইচ্ছা ছিল যোধপুরের 'উমাইদ ভবন' প্রাসাদে বিয়ে করার। বেশ কিছুদিন এ বিষয়ে ভাবনা-চিন্তার পর সম্প্রতি সেখানেই বিয়ে করার বিষয়টি নিশ্চিত করেন তারা। ওই একই ভবনে নিতা আম্বানি তার জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন।