এ বছর সবচেয়ে বেশি দান করে 'পরোপকারী তারকা' তালিকায় শীর্ষস্থান দখল করেছেন মার্কিন গায়িকা ও গীতিকার টেইলর সুইফট। ১৩ ডিসেম্বর ছিল সুইফটের ২৪তম জন্মদিন। ওই দিন মার্কিন অর্কেস্ট্রা ন্যাশভিলে সিম্ফনিকে এক লাখ ডলার দান করেছেন সুইফট। ব্যক্তিগত দানের পাশাপাশি বিভিন্ন দাতব্য অনুষ্ঠানে অংশ নিয়ে তহবিল গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন টেইলর সুইফট। এ বছর লন্ডনে উইন্টার হোয়াইটস গালা অনুষ্ঠানে অংশ নিয়ে খবরের শিরোনাম হয়েছিলেন 'ইউ বিলং উইথ মি'খ্যাত এ তারকা সংগীতশিল্পী। দাতব্য অনুষ্ঠানটি থেকে অর্জিত আয় যুক্তরাজ্যের গৃহহীন মানুষের আবাসন সমস্যা সমাধানে ব্যয় করা হয়েছে।