বলিউডের খুব বেশি ছবিতে তাকে দেখা না গেলেও, হ্যান্ডসাম হিরো বলে বিবেচিত জন আব্রাহামের জনপ্রিয়তার কোন ঘাটতি নেই। তাই তো ২০১৩-এর সেরা ছবির মধ্যে টপ টেন লিস্টের বেশ উপরেই রয়েছে জনের 'মাদ্রাজ ক্যাফে'। তার ওপর প্রযোজনা করেও বেশ সফল তিনি।
তাই নতুন বছরের শুরুতেই জন জানিয়ে দিলেন ২০১৪-এ তার হাতে এক ঝাঁক ছবি। আর প্রত্যেকটি ছবিতেই নাকি চমক দেবেন তিনি। আর সেই সব ছবির তালিকায় জন প্রথমেই রাখতে চান টাটা কর্ণধার জামসেদ টাটার আত্নজীবনীকেই।
জানা গেছে, শুধু চিত্রনাট্য নয় তিনি ঠিক করে ফেলেছেন ছবির তিন তিনটে নামও। ‘জেআরডি টাটা’, ‘জামসেদজি টাটা’, আর ‘টাটা সনস'।
শোনা যাচ্ছে, এই ছবিতে শুধু মুখ্য ভূমিকায় অভিনয় নয়, প্রযোজনার দায়িত্বও নিয়ে ফেলেছেন তিনি। আর ছবিটি পরিচালনা করার দায়িত্বে থাকবেন পরিচালক সুজিত সরকার। ‘ভিকি ডোনার’, ‘মাদ্রাজ ক্যাফে'র পর জন-সুজিতের বন্ধুত্ব এখন টক অফ দ্য টাউন।