আবদুল হাদি
নতুন বছরে বাংলাদেশকে নতুন রূপে দেখতে চাই। যে দেশে থাকবে না কোনো রাজনৈতিক অহিংসা, থাকবে না মানুষে মানুষে ভেদাভেদ। আর সংগীতাঙ্গনে হবে প্রাণের সঞ্চার। আর নতুন নতুন শিল্পীরা আসবে এই সংগীতাঙ্গনে। তুলে ধরবে বাংলাদেশকে নতুন করে। জানি না প্রত্যাশাটা পূরণ হবে কিনা_ কিন্তু করতে তো দোষ নেই।
ফেরদৌস ওয়াহিদ
নতুন বছরে এই সংগীতাঙ্গনে নতুন কিছু পরিবর্তন দেখতে চাই। যেমন আমাদের পাইরেসি প্রতিহত করার জন্য সরকারের পাশাপাশি অডিও প্রতিষ্ঠান ও শিল্পীরা একসঙ্গে কাজ করবে। আর রাজনৈতিক অহিংসা থেকে আমাদের সংগীতাঙ্গনকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি আমাদের অনুরোধ রইল। একটা জাতি পরিচয় হয় তার সাংস্কৃতিক পরিমণ্ডল দিয়ে। এই সংস্কৃতি ধ্বংস হয়ে গেলে আমাদের দেশকে বিশ্বের কাছে ফুটিয়ে তুলতে পারব না।
কুমার বিশ্বজিৎ
নতুন বছরে তো অনেক কিছুই চাই। কিন্তু কয়টা পরিপূর্ণ হবে জানি না। সম্প্রতি রাজনৈতিক অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা সবাই। একের পর এক বন্ধ হয়ে গেছে স্টেজ শোগুলো। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা শিল্পীরা। গান হচ্ছে আমাদের পেশা ও নেশা। এ পেশা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা কী করে বাঁচব। তাই সরকারের প্রতি আমাদের আকুল আবেদন নতুন বছরে রাজনৈতিক অহিংসা ভুলে নতুন করে বাংলাদেশকে সাজে।
আইয়ুব বাচ্চু
দিনের সকালটাই বলে দিতে পারে সারা দিন কেমন যাবে। তাই নতুন বছরের শুরুটা আমরা নতুন করে করতে চাই। বর্তমানে আমরা রাজনৈতিক যে অহিংসা দেখছি, তা আমাদের জন্য কাম্য নয়। আমরা এত কিছু চাই না। আমরা গান গাইতে চাই, মানুষকে গান শোনাতে চাই, দুবেলা দুমুঠো ভাত খেতে চাই এবং শান্তিতে ঘুমাতে চাই। কিন্তু আজ একটা মানুষ বাইরে বের হলে সে যে ঘরে ফিরে আসবে তার কোনো নিশ্চয়তা নেই। আমরা এই অনিশ্চিত বাংলাদেশকে দেখতে চাই না।
শাফিন আহমেদ
এখন স্বপ্ন দেখতে ভয় পাই। কারণ রাজনৈতিক অস্থিরতার কারণে একে একে ভেস্তে যাচ্ছে আমাদের সব স্বপ্ন। নিভে যাচ্ছে অনেক জীবন্ত প্রাণ। আর সংগীতাঙ্গনের কথাও বাদই দিলাম। আজ একটা অ্যালবাম করতে ভয় পাই। যেখানে মানুষ দুবেলা-দুমুঠো খাবারের জোগান দিতে হিমশিম খাচ্ছে, সেখানে তারা অ্যালবাম কিনবে কী দিয়ে। গত কয়েক মাসে আমাদের দেশে কোনো স্টেজ শো হয়নি। তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিল্পী সমাজ। নতুন বছরে এসব রাজনৈতিক অহিংসা মুছে দিয়ে নতুন রূপে দেশকে সাজাতে চাই।
সাবিনা ইয়াসমিন
নতুন বছরের চাওয়াটা একটু নতুনই। কিন্তু আজ নতুন চিন্তা করতে ভয় পাই। চারপাশে রাজনৈতিক হানাহানি দেখে আমরা ক্লান্ত। ঘর থেকে বের হতে ভয় পাই, এমন অনিশ্চিয়তার বাংলাদেশ আমরা দেখতে চাই না। আমরা দেখতে চাই যে দেশে থাকবে না কোনো রাজনৈতিক হানাহানি, থাকবে না কোনো ক্ষুধার্ত মানুষ, কাঁধে কাঁধ মিলিয়ে নতুন সম্ভাবনার বাংলাদেশ গড়ে তুলতে চাই আমরা। আর একজন সংগীতশিল্পী হিসেবে আমি চাই, সংগীতের সম্ভার নতুনদের হাতে তুলে দিতে।
ফাহমিদা নবী
নতুন বছরে অতীতের সব ভুলকে ভুলে গিয়ে নতুন করে পথ চলতে চাই। নতুন বছরে নতুন একটি বাঙ্ খুলব, আর তাতে সব ভালো জিনিসগুলো বন্দী করব। আর একজন সংগীতশিল্পী হিসেবে নতুন বছরে সংগীতাঙ্গনে সুবাতাস দেখতে চাই। কারণ একটি দেশের ধারক-বাহক হচ্ছে শিল্প-সংস্কৃতি। আমার আর কিছু চাইবার নেই। পাশাপাশি চাই, বাংলাদেশটা এগিয়ে যাক।
কণা
নতুন বছরে আতঙ্কমুক্ত একটি দেশকে দেখতে চাই। যেখানে প্রতিটি মানুষ নির্ভয়ে পথ চলতে পারবে। আর সংগীতাঙ্গনের কথা কি বলব। মনে যদি শান্তি না থাকে, মানুষকে কী করে ভালো গান উপহার দেব। গত বছরের ডিসেম্বর মাসে আমরা যে পরিমাণ স্টেজ শো করেছিলাম, তার তুলনায় এবার কিছুই করেনি। কারণ রাজনৈতিক হানাহানি বন্ধ না হলে আমরা শিল্পী সমাজ দারুণভাবে ক্ষতিগ্রস্ত হব।
আবুল হায়াত
নতুন বছরের চাওয়া-পাওয়া নিয়ে আর কী বলব। যেখানে প্রতিটা মানুষ আজ রাজনৈতিক অহিংসার কাছে বন্দী। নিরাপদে পথ চলতে পারছে না। ঘরে ঠিকমতো ফিরে আসবে কিনা, তাও নিশ্চিত করে বলতে পারছে না। যেখানে প্রতিটি মানুষের জীবন নিরাপত্তাহীনতায় ভুগছে, বাংলাদেশে আজ স্বপ্ন দেখতে ভয় করে সে। তারপরও মানুষ স্বপ্ন দেখে।
নতুন বছরে আমি দেখতে চাই, রাজনৈতিক হানাহানি, দ্বন্দ্ব ভুলে গিয়ে সম্ভাবনার নতুন এ বাংলাদেশকে। যেখানে প্রতিটি মানুষ কাজ করবে কাঁধে কাঁধ রেখে।
জাহিদ হাসান
নতুন বছরে আমরা চাই, দেশ থেকে সব অমঙ্গল দূর হয়ে যাক। মঙ্গলের সুবাতাস বয় প্রতিটি মানুষের মনে। আমরা আজ ঘর থেকে বের হতে ভয় পাই। এ অনিশ্চয়তার মধ্যে আমরা থাকছি, তা আমরা চাই না। দেশের পরিবেশ যদি ভালো হয়, তার সব মাধ্যমে বইবে সুবাতাস।
মোশাররফ করিম
নতুন বছরে নতুন রূপে নাট্যাঙ্গনকে দেখতে চাই। আমরা অনিশ্চিয়তার মাঝখান দিয়ে শুটিং করতে চাই না। তাতে করে আমাদের অভিনেতা-অভিনেত্রী ও কলা-কুশলীদের জীবনের ওপর অনিশ্চিয়তার রূপরেখা ধারণ হয়। রাজনৈতিক অস্থিরতার কারণে
প্রতিনিয়তই শিডিউল বিপাকে পড়ছে অভিনেতা-অভিনেত্রীরা। তাতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেক নির্তামা-প্রযোজক। আমরা এই হানাহানির রাজনীতি দেখতে চাই না। এই তো চাওয়া নতুন বছরে।
সুবর্ণা মোস্তফা
দেশের এ অবস্থায় নতুন বছরের নতুন সব পরিকল্পনা ভেস্তে যাবে মনে হচ্ছে। মানুষ আজ ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। আর আমরা সময় মতো শুটিংয়ে যেতে পারছি না। বন্ধ হয়ে আছে অনেক অসমাপ্ত কাজ। সবাই তাকিয়ে আছে আমাদের সরকারের দিকে। কবে দেশের অবস্থা ঠিক হবে। আর আমরা কবে কাজে নামব। নতুন বছরের অহিংসা রাজনৈতিক মুক্ত দেশ দেখতে চাই।
শাকিব খান
নতুন বছরকে ঘিরে অনেক স্বপ্ন থাকে সবার মনে। আমি চাই এবারের বছরটা সার্বিকভাবে নতুনত্বে ভরে উঠুক। বিশেষ করে চলচ্চিত্র শিল্প যেন নতুনভাবে পূর্ণতা পায়। আমাদের ছবিগুলো দেশে-বিদেশে সমানভাবে প্রশংসা লাভ করে। এ বছরেই জেগে উঠুক চলচ্চিত্রশিল্প।
অপু বিশ্বাস
চলচ্চিত্রকে ঘিরে নানা রঙের স্বপ্ন দেখি। এ স্বপ্ন সেদিনই পূর্ণতা পাবে যেদিন সর্বক্ষেত্রে স্থিতিশীলতা আর সমৃদ্ধির জয়যাত্রা শুরু হবে। চলচ্চিত্রের দৈন্যদশা কাটাতে চাই চলচ্চিত্রকারদের অকৃত্রিম সহযোগিতা। পাশাপাশি সরকারেরও আন্তরিকতা। আমার বিশ্বাস নতুন বছরে আমার এ স্বপ্ন পূরণ হবে।
অনন্ত জলিল
স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে। আমিও স্বপ্ন দেখি দেশ ও চলচ্চিত্র শিল্পকে নিয়ে। যেন নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারি আমরা। এই লক্ষ্যেই চলচ্চিত্রকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যেতে আমার নিরলস প্রচেষ্টা শুরু। এরই মধ্যে দর্শকপ্রত্যাশাও পেয়েছি। নতুন বছরে এ শুভযাত্রা যেন অব্যাহত রাখতে পারি সেই দোয়াই চাই।
বর্ষা
সুন্দর করে সাজাব পৃথিবীটা। পৃথিবীকে সাজাতে না পারলেও যেন নিজের দেশটাকে উন্নত বিশ্বের উচ্চতায় নিয়ে যেতে পারি সেই চেষ্টাই থাকবে আমার। তবে এর জন্য প্রয়োজন রাজনৈতিক স্থিতিশীলতা, এ মুহূর্তে এটিই আমাদের পরম চাওয়া। চলচ্চিত্রের কল্যাণে আমার সার্বিক প্রচেষ্টা অক্ষুণ্ন থাকবে।
আরেফিন শুভ
অনেক স্বপ্ন নিয়ে নতুন আরও একটি বছর শুরু করলাম। এই স্বপ্ন যেন হয় রঙিন। আর স্বপ্ন তৈরির দায়িত্ব আমাদের সবার। আমি চাই আমাদের চলচ্চিত্র শিল্প বিশ্ব মানে নব সাজে সাজুক। শুধু চলচ্চিত্র নয়, দেশটাকে সুখ আর সমৃদ্ধি দিয়ে নতুন করে সাজাতে চাই। ভালো ভালো ছবিতে অভিনয় করে যেতে চাই।
মাহি
ভালোবাসার রং দিয়ে আমার চলচ্চিত্রে যাত্রা শুরু। বরাবরই চেষ্টা করছি চলচ্চিত্র শিল্পকে এ রঙে রাঙাতে। হয়তো পূর্ণতার এখনো অনেক বাকি রয়ে গেছে। নতুন বছরে সেই অপূর্ণতাকে ঘুচাতে চাই। শুধু চলচ্চিত্র নয়, সব হিংসা বিভেদ ভুলে সবাই যেন সোনার বাংলা গড়ে তুলতে ঐক্যবদ্ধ হয়, এই আমার কামনা।