চলচ্চিত্র অভিনয়ে উঠতি নায়কদের দৌড়ে আছেন অভিনেতা আমান। তার অভিনীত তিনটি সিনেমা এখন মুক্তির অপেক্ষায়। এ তিনটি সিনেমা হলো মনসুর আলীর মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা 'সংগ্রাম', জি সরকারের 'জান' এবং আনোয়ার সিরাজের 'ভাবীর আদর'।
'সংগ্রাম' সিনেমার প্রধান চরিত্র 'করিম'-এর ভূমিকায় অভিনয় করছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন রুহী। এখন আরও ছয়টি সিনেমায় অভিনয় করছেন আমান। এগুলো হলো- জাকির খানের 'রাঙা মন', ফারুক হোসেনের 'কাকতাড়ুয়া', এম এ রহিমের 'মার্ডার টু', মিনহাজ কিবরিয়ার 'শতরূপে শতবার' ও 'ত্যাগ', আহমেদ আলী মণ্ডলের 'প্রবাসীর প্রেম'। গ্রামীণ পটভূমিকার গল্পে নির্মিত 'রাঙামন' সিনেমাতে তার বিপরীতে অভিনয় করছেন রাবিনা। 'শতরূপে শতবার' সিনেমাতে পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করছেন তিনি। এতে তার সহঅভিনেত্রী লামিয়া মিমো। এদিকে 'কাকতাড়ুয়া' সিনেমাতে 'ভাই কমান্ডার' চরিত্রে অভিনয় করছেন আমান। এটি তার অভিনীত দ্বিতীয় মুক্তিযুদ্ধভিত্তিক সিনেমা।
আমান বলেন, 'মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের ইতিহাস নিয়ে নির্মিত সিনেমার প্রতিই আমার ঝোঁক। দেশের গল্প নিয়ে নির্মিত কোনো সিনেমার অফার পেলে সেটা হবে দারুণ ব্যাপার।' নতুন বছরের পরিকল্পনা সম্পর্কে আমান জানান, 'গৎবাঁধা সিনেমাতে কাজ ধীরে ধীরে কমিয়ে দেব। ভালো গল্প নিয়ে ভিন্নভাবে হাজির হবো। দর্শককে নতুন কিছু উপহার দিতে চাই।'