২৭ ডিসেম্বর সন্ধ্যায় শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হলো মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত 'লালজমিন' নাটকটির হিরক জয়ন্তীর মঞ্চায়ন। শূন্যন রেপার্টরি থিয়েটারের প্রথম প্রযোজিত মান্না হীরা রচিত এই নাটকটির নির্দেশনায় ছিলেন সুদীপ চক্রবর্তী। আর নাটকটিতে একক অভিনয় করেছেন মোমেনা চৌধুরী। হিরক জয়ন্তীর মঞ্চায়নের আগে লাল জমিন নাট্য গ্রন্থটির মোড়ক উম্মোচন করা হয়। মোড়ক উম্মোচন অনুষ্ঠানে অতিথি ছিলেন নাট্যজন নাট্যজন মামুনুর রশিদ, নাসির উদ্দিন ইউসুফ, কামাল লোহানী, আতাউর রহমান।
জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ
শিল্পাচার্য জয়নুল আবেদিনের জন্মশতবর্ষ উদযাপনের লক্ষ্যে শিল্পকলা একাডেমী বছরব্যাপী নানা
কর্মসূচির অংশ হিসেবে গত ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয় শিশু চিত্রাংকন প্রতিযোগিতা। একাডেমির জাতীয় চিত্রশালা প্লাজায় বছরব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের সহধর্মিণী জাহানারা আবেদিন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু এবং বিশেষ অতিথি ছিলেন সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস।
সোহরাব হোসেনকে স্মরণ
প্রথম মৃত্যুবার্ষিকীতে সংগীত ব্যক্তিত্ব সোহরাব হোসেনকে স্মৃতিচারণ ও সংগীতানুষ্ঠানের মধ্য দিয়ে
স্মরণ করেছে শিল্পকলা একাডেমি ও নজরুল সংগীত শিল্পী পরিষদ। গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত 'তবু আমারে দেবনা ভুলিতে' শীর্ষক এই অনুষ্ঠানে সোহরাব হোসেনের জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করা হয়।
শিল্পকলা পদক ২০১৩ প্রদান
সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭ জন সাংস্কৃতিক ব্যক্তিত্বকে শিল্পকলা পদক ২০১৩ প্রদান করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। পদকপ্রাপ্তরা হলেন- নৃত্যে-আমানুল হক, যন্ত্রসংগীতে-ওস্তাদ মতিউল হক খান, নাট্যকলায়-খালেদ খান, কণ্ঠসংগীতে-ফাহমিদা খাতুন, চলচ্চিত্রে-মানজারে হাসীন মুরাদ, চারুকলায়-সমরজিৎ রায় চৌধুরী ও লোকসংস্কৃতিতে-সাইদুর রহমান বয়াতী। গত ৩০ ডিসেম্বর বিকালে একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পদকপ্রাপ্তদের হাতে এই পদক তুলে দেন রাষ্ট্রপতি অ্যাডভোকেট মো. আবদুল হামিদ। প্রয়াত খালেদ খানের পক্ষে তার পদক গ্রহণ করেন স্ত্রী মিতা হক।