বেশ কিছু দিন ধরেই বলিউড-ক্রিকেট প্রেম উপাখ্যানে নতুন জুটি হিসেবে শোনা যাচ্ছে বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির নাম। এত দিন চুপ থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন আনুশকা। বিরাটের সঙ্গে দেখা-সাক্ষাৎ হয় বলে স্বীকার করলেও তাকে স্রেফ বন্ধু বলেই দাবি করছেন আনুশকা বলেন, 'আমি বিরাটের সঙ্গে অভিসারে মেতে উঠিনি। তবে তার সঙ্গে আমার দারুণ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।' তিনি আরও বলেন, 'বিরাট খুবই ভদ্র ও মার্জিত একজন মানুষ। হ্যাঁ, মাঝেমধ্যে আমাদের দেখা-সাক্ষাৎ হয়। মুম্বাইয়ে পা রাখলে তিনি আমার কাছে আসেন। আমি মনে করি, এটা খুবই স্বাভাবিক একটি ঘটনা বন্ধুত্বের জায়গা থেকে।'