গানের রাজ্য মাড়িয়ে এবার অভিনয় রাজ্যে প্রবেশ করার ইচ্ছা পোষণ করলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ব্রিটনি স্পিয়ার্স। ভালো চরিত্র পেলে অভিনয় করবেন তিনি। সিনেমা তার খুব পছন্দ। আর তাই নিজে অভিনয় করার সুযোগ পেলেও তিনি তিনি লুফে নেবেন। কমেডি সিনেমাও বেশ পছন্দ করেন স্পিয়ার্স।
'টঙ্কি' হিটমেকার ৩২ বছর বয়সী ওই অভিনেত্রী তার কাজের অবসরের বিষয়েও কথা বলেন। তিনি মনে করেন, এখনো অনেক কাজ বাকি আছে তার। আর তাই এখনো কাজ করতে চান স্পিয়ার্স। অভিনয়ের প্রতি আগ্রহ ছাড়াও আবারও মা হতে চান স্পিয়ার্স। আবারও যদি সন্তানের মা হন তিনি, তবে তিনি লুইজিয়ানায় ফিরে যাবেন বলে জানান।