চারদিকে জোর গুঞ্জন, বলিউডের 'দ্য বাস্টার্ড চাইল্ড' ছবিটি বাংলাদেশেও প্রদর্শন হবে। ছবিটি হিন্দিতে তৈরি হলেও বাংলায় ডাবিং করে বাংলাদেশে ছবিটি মুক্তির তোড়জোড় শুরু হয়েছে। আর এ ক্ষেত্রে নাম বদলে রাখা হয়েছে 'চিলড্রেন অব ওয়ার'। একাত্তরের মুক্তিযুদ্ধ নিয়ে ছবিটি নির্মাণ করেছেন মৃত্যুঞ্জয় দেওরাথ। তিনি একটি সংবাদ মাধ্যমকে বলেছেন, 'এখনকার অস্থির, অশান্ত বাংলাদেশে এই ছবি মুক্তি পাওয়াটা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। মানুষের জানা দরকার ১৯৭১-এর ইতিহাস। বাংলাদেশের মানুষকে সমর্থন করা দরকার।'
এই ছবিটি বাংলাদেশে মুক্তি দিতে হলে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সেন্সর করাতে হবে। কিন্তু সেন্সর বোর্ড এখনো এ বিষয়ে কিছু জানে না বলে জানিয়েছেন কর্মকর্তারা। তবে সূত্র বলছে, সেন্সর বোর্ডে জমা পড়েছে ছবিটি। এ ছবিটি নির্মাণের আগেই বাংলাদেশের তথ্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। সবুজ সংকেত তখনই নাকি দেওয়া হয়েছিল। ছবিটিতে অভিনয় করেছেন সদ্য প্রয়াত ফারুখ শেখ, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, রাইমা সেন, ইন্দ্রনীল সেনগুপ্ত, তিলোত্তমা সোম প্রমুখ।