চলচ্চিত্রের নায়িকা হিসেবে নাম লেখালেন 'ম্যাঙ্গোলি নাচো বাংলাদেশ নাচো'র প্রথম রানার আপ মিম চৌধুরী। সাফি উদ্দিনের পরিচালনায় 'রেড-দ্য কালার অব লাভ' ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মধ্য দিয়ে চলচ্চিত্রে মিমের যাত্রা শুরু হলো। মিম বলেন, 'সত্যিই নতুন এক অভিজ্ঞতা। অন্য একটি জগতের সঙ্গে নিজের সম্পৃক্ততা। বেশ ভালো লেগেছে কাজ করতে। শাকিব ভাইয়া, অপু দি'র মতো বড় মাপের শিল্পীদের সঙ্গে কাজ করেছি। পরিচালকসহ ইউনিটের সবাই আমাকে ভীষণ সহযোগিতা করেছেন। আমার বিশ্বাস প্রথম ছবিতে আমার অভিনয় দর্শকের ভালো লাগবে।'
মিম জানান, ছবিটিতে তিনি অপু বিশ্বাস আর তার চরিত্রটি প্যারালাল। ছবিতে মিম অভিনয় করেছেন তামান্না চরিত্রে এবং শাকিব অভিনয় করেছেন তূর্য চরিত্রে। কুমিল্লার মেয়ে মিম আগামীবার এসএসসি পরীক্ষা দেবেন।