'আগে বাঁশে তেল মাখানো বন্ধ করেন, আরামসে উঠে যাবেন ...' মূলত গ্রামীণফোনের এই বিজ্ঞাপনটি দিয়েই তারকা বনে যান নৃত্যশিল্পী সাবিলা নূর। ইতোমধ্যে তার অভিনীত বেশ কয়েকটি বিজ্ঞানচিত্র প্রচার হয়েছে। আর সুনামও কুড়িয়েছে বিজ্ঞাপনগুলো।
সম্প্রতি প্রচারিত গ্রামীণফোনের ভিডিও কলিং বিজ্ঞাপনের মাধ্যমে ফের আলোচনায় এলেন বাফা থেকে নৃত্যে প্রথম শ্রেণীতে ডিপ্লোমা অর্জনকারী এই মডেল। পড়াশোনার জন্য মাঝে ছোট খাটো একটা বিরতি দিয়েছিলেন সাবিলা। এবার নতুন উদ্যমে পথচলা শুরু করেছেন। সবেমাত্র শেষ করলেন প্রাণের একটি বিজ্ঞাপন চিত্রের কাজ। নির্দেশনায় শরিফ আহমেদ জীবন।
সাবিলা বলেন, বাংলাভিশনের বিনোদনমূলক অনুষ্ঠান স্টার ওয়ার্ল্ডের জন্য নিজেকে প্রস্তুত করছি। অনুষ্ঠানটির উপস্থাপনা করছি। আগামী সপ্তাহে এর শুটিং শুরু হবে।'