নায়িকা হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলেন পড়াশোনা। কিন্তু ঠিকই ইচ্ছা ছিল বিদ্যার্জনের। সেই ইচ্ছাকেই সঙ্গী করে শুটিং পর্ব থেকে বিরতি নিয়ে ফিল্ম স্কুলে ভর্তি হলেন অভিনেত্রী কঙ্গনা রানৌত। নিউইয়র্ক ফিল্ম স্কুলে এক মাসের ফিল্ম কোর্সে ভর্তি হয়েছেন তিনি। কঙ্গনার ভাষায়, 'বহুদিনের ইচ্ছা ছিল ফিল্ম নিয়ে পড়াশোনা করার। সেই ইচ্ছাকেই পূরণ করতে পড়ছি।' কঙ্গনা জানিয়েছেন, চিত্রনাট্য ও সংলাপ নিয়ে কোর্স করছেন তিনি।