বলিউডের কাঙ্ক্ষিত ব্যাচেলর জন আব্রাহাম বিয়ে করেছেন। দীর্ঘদিনের প্রেমিকা প্রিয়া রাঞ্চালকে বিয়ে করেছেন তিনি। সম্প্রতি এক টুইটার বার্তায় নববর্ষের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভক্তদের সঙ্গে স্ত্রী প্রিয়া আব্রাহামের পরিচয় করিয়ে দিয়েছেন ৪১ বছর বয়সী এ তারকা অভিনেতা। গত বছর লস অ্যাঞ্জেলেসে প্রিয়াকে বিয়ে করার খবর ছড়িয়েছিল। তখন বিষয়টিকে অস্বীকার করলেও টুইটার বার্তায় আনুষ্ঠানিকভাবে বিয়ের খবর নিশ্চিত করেন জন। ভক্তদের উদ্দেশে জন লিখেছেন, 'আপনার এবং আপনার ভালোবাসার মানুষটির জন্য মঙ্গলময় ২০১৪ সাল কামনা করছি। নতুন বছরটি আপনাদের জীবনে আনন্দ বয়ে আনুক। ভালোবাসাসহ জন ও প্রিয়া আব্রাহাম।'