শুধু অভিনয় নয়, পড়াশোনা নিয়ে বেশি সিরিয়াস এমা ওয়াটসন। অবশ্য বরাবরই অভিনয়ের থেকে পড়াশোনার প্রতিই বেশি আগ্রহী তিনি। তাই সামনে ফাইনাল পরীক্ষা আছে বলে একের পর এক অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিচ্ছেন এমা। পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত অভিনয়ের ধারেকাছেও ঘেষবেন না আর।
পড়াশোনার জন্যই ব্রিটেনের মেয়ে এমা যুক্তরাষ্ট্রে উড়ে এসেছেন। ভর্তি হয়েছেন ব্রাউন বিশ্ববিদ্যালয়ে। ইংরেজি সাহিত্য নিয়ে পড়ছেন। জিসিএসসি পরীক্ষায় আটটি 'এ প্লাস' এবং দুটি 'এ' পেয়েছেন ওয়াটসন। এখান থেকেই বোঝা যায় ছাত্রী হিসেবে তিনি কত ভালো। এখন নিজের পড়াশোনাটা ভালোভাবে শেষ করতে চান এমা। তারপর অভিনয়।