বিয়ের ঘোষণা দিয়েছেন গতকাল। আর আজকের সংবাদে শিরোনাম জন আব্রাহামের স্ত্রী প্রিয়া সন্তানসম্ভাবা। হঠাৎ এমন খবরে অবাক হয়েছেন খোদ জনের ভক্তরা।
যদিও জন এবং তার স্ত্রী প্রিয়া রাঞ্চালের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানা যায়নি। তবু টুইটারে পোস্ট দেখে অনেকটা নিশ্চিত হওয়া গেছে, সত্যিই বিয়ে করেছেন জন। শুধু তাই নয়, তার স্ত্রী প্রিয়া নাকি সন্তানসম্ভাবা।
অভিনেত্রী বিপাশা বসুর সাথে প্রণয় পর্ব চুকিয়ে জনের জীবনে আসে প্রিয়া। জন খুব চাপা স্বভাবের, তিনি বিয়ে নিয়ে বিস্তারিত কিছু জানাননি। তবে জন এবং প্রিয়াকে গত ২৮ ডিসেম্বর মুম্বাই বিমান বন্দরে দেখা গেছে।
জানা গেছে, তারা নতুন বছর উদযাপন করতে যুক্তরাষ্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন।