বাংলাদেশের চলচ্চিত্রে একটা ধারণা প্রচলিত আছে- চলচ্চিত্রে অভিনয় করতে হলে নাটক থেকে বিদায় নিতে হবে। এ সূত্র মেনে চলেন প্রায় সবাই। এবার মডেল আইরিনও সেই পথে হাঁটছেন। আর কোনো নাটকে অভিনয় করবেন না তিনি। এই সিদ্ধান্ত চূড়ান্ত বলে মন্তব্য করেছেন আইরিন। তিনি বলেন, 'এখন বড় পর্দা নিয়েই আমার সব ধ্যান-জ্ঞান। মাঝে ভেবেছিলাম, অবসরে কিছু নাটকে অভিনয় করব। কিন্তু চিন্তা বাদ দিয়েছি। কারণ হাতে বেশ ভালোভাবেই ছবির কাজ আসছে। তাই সময় দিতে হচ্ছে প্রচুর। তা ছাড়া চলচ্চিত্রের মানুষ চাচ্ছে না, আমি আর নাটকে অভিনয় করি।' সামনে আইরিনের 'ছেলেটি আবোল তাবোল মেয়েটি পাগল পাগল', 'প্রিয়তমা, আমি দাঁড়ি তুমি কমা', 'এই তুমি সেই তুমি' মুক্তি পাবে।