নাটক চতুরঙ্গ
আজ একুশে টেলিভিশনে প্রচার হবে ধারাবাহিক নাটক 'চতুরঙ্গ'। আনোয়ার হোসেন আনুর রচনা এবং কায়সার আহমেদের পরিচালনায় ধারাবাহিক নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শশী, রুনা খান, ওয়াহিদা মল্লিক জলি, আবুল হায়াত, ফজলুর রহমান বাবু, আলভী মুক্তি, আ খ ম হাসান, সাজু খাদেম, শামীম, তন্দ্রাসহ আর অনেকে। ধারাবাহিক নাটক 'চতুরঙ্গ' প্রতি রবি এবং সোমবার রাত ৯টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে প্রচার হবে।
রেডিও চকলেট রিলোডেড
দেশ টিভিতে আজ দেখা যাবে ইকবাল হোসেন চৌধুরীর রচনা এবং রেদোয়ান রনির পরিচালনায় দীর্ঘ ধারাবাহিক নাটক রেডিও চকলেট রিলোডেড। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- মোশাররফ করিম, সুমাইয়া শিমু, শহীদুজ্জামান সেলিম, রোজী সিদ্দিকী, ইরেশ যাকের, স্বাগতা, অপর্ণা, মিশু সাবি্বর, বাবর, ম ম মোর্শেদ, আরাবী, তন্দ্রা, স্নিগ্ধা, প্রিতম, লুবনা, ওয়ামিয়া, আবির, ধ্রুব, শ্রেষ্ঠা, আদ্রিতা, বিমল ও হাসান ইমাম প্রমুখ।
এটি প্রচার হবে আজ রাত ৮টা ১৫ মিনিটে
দেশ টিভিতে।
নাটক 'ডিবি'
এটিএন বাংলায় আজ রাত ৯টা ২০ মিনিটে প্রচার হবে হাজার পর্বের ধারাবাহিক নাটক 'ডিবি'। সমসাময়িক সত্য ও সত্যের কাছাকাছি ঘটনা নিয়ে নির্মিত হয়েছে ধারাবাহিক নাটক ডিবি। খুন, অপহরণ, ছিনতাই, চুরিসহ বিভিন্ন রহস্যময় ঘটনার সমাধান দিতে হাজির হয় ডিবির একটি বিশেষ টিম। বের করে আনে রহস্যের জট। এমনি অসংখ্য রহস্য গল্প নিয়ে এটিএন বাংলার জন্য তৈরি হয়েছে এক হাজার পর্বের ধারাবাহিক নাটক 'ডিবি'। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনায় ধারাবাহিকটি রচনা করেছেন লিটু সাখাওয়াত ও মনসুর চঞ্চল। পরিচালনা করেছেন শহীদুজ্জামান সেলিম। বাংলাদেশের অনেক সফল ও গুণী অভিনয় শিল্পীরা পর্যায়ক্রমে এ ধারাবাহিকে অভিনয় করেছেন।
নাটক 'নিজ গৃহে পরবাসী'
ধারাবাহিক নাটক 'নিজ গৃহে পরবাসী' বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৮টা ১৫মিনিটে। জিনাত হাকিম-এর রচনা ও আজিজুল হাকিম-এর পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন জাহানারা আহমেদ, সাবেরী আলম, ডলি জহুর, তানভীন সুইটি, তানিয়া, আগুন, আপন আহসান, আরমান পারভেজ মুরাদ, শাহরিয়ার নাজিম জয়, অপর্ণা, ছন্দা, ঈশানা, নাজাহ্ হাকিম, আল মামুন, শশী, শ্যামল মওলা, সুমাইয়া সাকি, রাইয়ান প্রমুখ। নাটকটি বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহে রবি ও সোমবার রাত ৮টা ১৫মিনিটে।
ধারাবাহিক 'ঘূর্ণিপাক'
ফারিয়া হোসেনের রচনায় এবং জিয়া রায়হানের পরিচালনায় ধারাবাহিক নাটক 'ঘূর্ণিপাক'। এতে অভিনয় শিল্পী : জিতু আহসান, রোমানা, মিমো, সাবি্বর আহমেদ, অবিদ রেহান, জাহিদ হোসেন শোভন, স্বর্ণা, ফেরদৌসী লীনা, শেলী আহসান, মমিন বাবু, রিমু, জাহিদুল ইসলাম মিন্টু এবং পর্যায়ক্রমে অন্যান্য অভিনয় শিল্পী। নাটকটি প্রচার হবে রাত ৮.৩০ মিনিটেএসএ টেলিভিশনে। চাওয়া না চাওয়া-পাওয়া না পাওয়ার ঘূর্নাবর্তে সৃষ্ট জীবন স্রোতের টানে ভেষে চলে মানুষ দুঃঘ-সুখের মোহনায়। সাগরের সাথে যেমন অবশেষে মিলন হয় নদীর বা অবধারিত গন্তব্যে সংযোগ স্থাপিত হয়।
নাটক ইচ্ছেঘুড়ি
এনটিভিতে আজ রাত ৮.১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'ইচ্ছেঘুড়ি'। নাটকটি প্রতি সপ্তাহের শনিবার ও রবিবার প্রচার হচ্ছে। সাফায়েত মনসুর রানা'র রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন- অপর্ণা, মিশু সাব্বির, মাশিয়াত, স্পর্শিয়া, সুমন পাটওয়ারী, কাজী আসিফ, শ্যামল মাওলা, মুনিরা মিঠু, শাহরিয়ার হুদা রুমী, পার্থ বড়ুয়া, মোনালিসা, তানিয়া হোসেন, শামীম, অতিথি শিল্পী তাহসান এবং অন্যান্য শিল্পী। 'মিশু এমবিএ শেষ করার পর একটি ম্যারেজ মিডিয়ার কর্ণধার। ফেইসবুকে রয়েছে তার ভার্চুয়াল অফিস। শ্যামল একজন মেকারট্রনিক্স ইঞ্জিনিয়ার। তার স্বপ্ন রোবট নিয়ে বাংলাদেশে এক নতুন অধ্যায় সূচনা করা। আসিফ মার্কেটিং এ পড়াশুনা করছে। কিন্তু নিজের ভবিষ্যত নিয়ে পুরোই দ্বিধাদ্বন্দে আছে।
অনুষ্ঠান 'রূপ মাধুর্য'
জিটিভির নিয়মিত রূপচর্চাবিষয়ক সরাসরি অনুষ্ঠান মুসলিম রাঙাপরী 'রূপ মাধুর্য'। অনুষ্ঠানের প্রতি পর্বে একটি নির্বাচিত বিষয় নিয়ে আলোচনা এবং বিষয় সম্পর্কিত ভিডিও ফুটেজ দেখানো হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথি ফোনে দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং পাশাপাশি সৌন্দর্যবিষয়ক নানা অভিজ্ঞতা তুলে ধরেন। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীনের উপস্থাপনা ও রাহাত আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি সপ্তাহের প্রতি রবিবার রাত ৮টা ৫৫ মিনিটে জিটিভিতে প্রচার হয়।
নাটক 'গেম'
আজ ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটে চ্যানেল নাইনে প্রচারিত হবে ধারাবাহিক নাটক 'গেম'। রচনা ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং অভিনয়ে পূর্ণিমা, চঞ্চল, হাসান মাসুদ, খুশি, ডা. এজাজ, ফারুক আহামেদ, সিদ্দিকুর রহমান, মাজনুন মিজান, নাফিজা, মৌসুমী হামিদ, সোহেল খান, বাবর, উর্মিলা, এলেন, শহিদুল ইসলাম। কাহিনী সংক্ষেপ : একটি কলোনি। কামাল আর গুলজার দুই বন্ধু। তারা দুজন ভালোবাসে কাজলকে।