কাছের বন্ধু-বান্ধবদের নিয়ে নিজের বাড়িতে হই-হুল্লোড় করে নতুন বছরকে বরণ করে নিয়েছেন বলিউডের অভিনেত্রী আনুশকা শর্মা। ৩১ ডিসেম্বর রাত থেকে শুরু করে পর দিন সকাল পর্যন্ত মুম্বাইয়ের ইয়ারি রোডে আনুশকার ডুপ্লেক্স ভবনে যেন আনন্দের হাট বসে। সেই আনন্দে যোগ দিয়েছেন ক্রিকেটার বিরাট কোহলিও। সারা রাত মাস্তি করে পর দিন বিকালে আনুশকার বাড়ি থেকে চলে যান তিনি। বেশ কিছুদিন আনুশকা-বিরাটের প্রেমের গুঞ্জন চলছে। আনুশকার বাড়িতে বিরাট নববর্ষ উদযাপন করার পর সেই গুঞ্জন আরও বেশি ডালপালা মেলতে শুরু করেছে। বেশ নাটকীয়তা করেই মাঝরাতে আনুশকার বাড়িতে হাজির হন বিরাট। দক্ষিণ আফ্রিকা সফর শেষে ৩১ ডিসেম্বর রাতে তিনি মুম্বাই বিমানবন্দরে নামেন। তার সফরসঙ্গী অন্য ক্রিকেটাররা তাদের জন্য অপেক্ষমাণ বাসে চেপে বিমানবন্দর এলাকা ত্যাগ করলেও থেকে যান বিরাট। কিছুক্ষণ পর তড়িঘড়ি করে একটি সাদা রঙের গাড়িতে চেপে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন বিরাট। আর তার সঙ্গে থাকা মালপত্র উঠানো হয় একটি রেঞ্জ রোভার গাড়িতে। গাড়ির নম্বরপ্লেট (এমএইচ.০২.সিআর.৭২৭২) দেখে নিশ্চিত হওয়া যায়, এই গাড়িতেই আনুশকা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। ব্যাপারটা রহস্যজনক অবশ্যই।