রিচি সোলায়মান ও চঞ্চল চৌধুরী বেশ কয়েকবার জুটি হয়ে অভিনয় করলেও প্রথমবার চয়নিকা চৌধুরীর নির্দেশনায় অভিনয় করছেন। নাটকের শিরোনাম 'সুন্দরের কাছে'। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। গতকাল নাটকটির শুটিং শেষ হয়েছে। রিচি বলেন, 'চঞ্চলের সঙ্গে আমার বোঝাপড়াটা ভালো। এ ছাড়া বউদির কাজের প্রতি আমার নিজের অনেক ভালোলাগা আছে। দর্শকের ভালোলাগবে আশা করি।' চঞ্চল চৌধুরী বলেন, 'চয়নিকা দিদির নির্দেশনায় এর আগে বিজয় দিবসের নাটক করেছিলাম। অনেক গুছিয়ে, যত্ন নিয়ে কাজ করেন তিনি। আমি ভীষণ স্বাচ্ছন্দ্যবোধ করি।' এ নাটকে আরও অভিনয় করেছেন শর্মিলী আহমেদ ও মুনিয়া।