সিনে পর্দা থেকে ঝাঁপ দিয়ে সোজা সোনাক্ষির রিয়েল লাইফে। অবাক হচ্ছেন নিশ্চয়ই! বিষয়টা হল শাহেদ আর সোনাক্ষির 'আর রাজকুমার' বক্স অফিসে দারুণ হিট। সঙ্গে সুপারহিট শাহেদ-সোনাক্ষি জুটি। আর সেই হিট তকমাকে সঙ্গে নিয়েই নাকি মুম্বাইয়ের নানা জায়গায় এই জুটিকে ঘুরতে দেখা যাচ্ছে।
শোনা গেছে, দু'জনেই নাকি বেশ সিরিয়াসলি প্রেমের কথা ভাবছেন। তবে সোজাসুজি কেউ কিছু না বললেও, লোকের নজরে পড়ে গিয়েছেন সোনাক্ষি-শাহেদ। এমনকি,বড়দিন ও বর্ষবরণের রাতেও দু'জন ছিলেন একসঙ্গে। শুধু তাই নয়, শ্যুটিংয়ের ফাঁকে দু'জনে নাকি চুপি চুপি কথাও বলছেন।
বলিউডে পা রাখার পর থেকে সোনাক্ষির সঙ্গে সালমানকে নিয়ে প্রথমে গুঞ্জন ছড়ায়। তার পর সেই তালিকায় নাম আসে অক্ষয় কুমারে। আর এখন শাহেদ। সোনাক্ষির ভাষায়, সব সময়ই ছবিতে নতুন জুটি হলেই নায়ক-নায়িকাদের নিয়ে এই সব রটনা রটে।
অন্যদিকে, শাহেদের প্রেম ইতিহাসে সোনাক্ষি হলেন তিন নম্বর। এর আগে করিনা কাপুর, তার পর অমৃতা রাও, মাঝে প্রিয়াঙ্কা চোপড়া। শাহিদ অবশ্য পুরো ব্যাপারটিতেই মুখে কুলুপ এঁটেছেন।