মুম্বইয়ে এখন চলছে বিগ বি অমিতাভ বচ্চনের ক্রসকানেকশন। বিগ বিকে ফোন করলে সেই ফোন ধরছেন জিপি সিপ্পির নাতি সাশা। অন্যদিকে সাশাকে ফোন করলে সেই ফোন ধরছেন অমিতাভ বচ্চন। যেমন: ‘হ্যালো বিগবি বলছেন?’ ‘নো আই অ্যাম সিপ্পি’। ‘হ্যালো সিপ্পি?’ ‘নো আই অ্যাম বিগবি।’
এই ঘটনা ঘটে চলছে প্রতিদিনই। তবে এই ক্রসকানেকশনের মূল কারণ হচ্ছে ফোন নম্বর। জানা গেছে, অমিতাভ ও সাশার ফোন নম্বরে রয়েছে অনেক মিল। তাই রোজ রোজ ক্রসকানেকশনের সমস্যায় ভুগছেন এই দুজন।
দীর্ঘদিন ধরে চলা এই সমস্যার সমাধান করতে শেষমেশ নিজ উদ্যোগে দায়িত্ব নিলেন বিগ বি। ঠিক করলেন ফোন নম্বরটাই পরির্বতন করবেন। তবে আগের নম্বরের সঙ্গে কিছুটা মিল রেখেই নতুন নম্বরের আবদার করেছেন অমিতাভ।
এদিকে পুরো ঘটনায় হতবাক সাশা সিপ্পি জানিয়েছেন, আমার নম্বরের সঙ্গে আমার বাড়ির আরেকটা নম্বরেও মিল রয়েছে। তবে সেই নম্বরটি নিয়ে কোনও সমস্যা নেই৷ অমিতজির সঙ্গে সমস্যা হওয়ায় আমি সত্যিই খুব হতবাক!