দেশের গণ্ডি পেরিয়ে এবার মুম্বাইয়ে নিজের গানের সুর ছড়াতে যাচ্ছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী অর্ণব। সেখানে অর্ণবের সঙ্গে মিউজিক করছেন মুম্বাইয়ের এ সময়ের ব্যস্ত সুরকার ও সংগীত পরিচালক প্রীতম এবং তার সহকারী সংগীতশিল্পী অরিজিৎ সিং। বুধবার সন্ধ্যায় রাজধানীর গুলশানের একটি অনুষ্ঠানে গান গাওয়ার পর এভাবেই নিজের নতুন খবরটি জানালেন।
অর্ণব জানান, 'প্রীতম আর অরিজিৎ এর আগেও আমাকে তাদের সঙ্গে কাজ করতে বলেছিলেন। নানা কারণে তখন পারিনি। সে সময় প্রস্তুতিও ছিল না। এবার অনেকটা সময় হাতে নিয়ে যাচ্ছি।' তিনি আরও বলেন, 'প্রীতম আর অরিজিৎ এ দুটি মানুষই অনেক গুণী শিল্পী। এরই মধ্যে অরিজিৎ কলকাতা ও মুম্বাইয়ে তার কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন লাখো দর্শক-শ্রোতা। তার গানে আলাদা ধরনের একটি মায়া আছে বলে আমি মনে করি। এ ছাড়া প্রিতম দার কথা আর নতুন করে বলার কিছু নেই। আমি তার মিউজিকের অনেক ভক্ত। তার প্রতিটি কাজ আমি দেখার চেষ্টা করি। আশা করছি তাদের সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পারব। অর্ণব তার নতুন অ্যালবাম 'অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস ২'-এর কাজ শুরু করেছেন। এরই মধ্যে গান বাছায় ও কয়েকটি গানের মিউজিকও শেষ করেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি জানান, মুম্বাই যাওয়া-আসার ফাঁকে অ্যালবামের পুরো কাজ শেষ করবেন। আমি চেষ্টা করেছি এবারের অ্যালবামটি একটু নতুন করে দর্শকদের কাছে উপস্থাপন করতে। কারণ আমার গানের শ্রোতারা আমার কাছে ভালো কিছু গান চাই। আমি শ্রোতাদের কথা মাথায় রেখেই অ্যালবামটির কাজ করছি। এ বছরের মাঝামাঝি বাজারে ছাড়ার ইচ্ছা আছে তার।