রবিবার ২৮ বছরে পা দিয়েছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। জন্মদিনের শুভক্ষণে তাকে শুভেচ্ছা জানিয়েছেন টিনসেলের বাসিন্দারা। এই 'হট ফেভারিট' অভিনেত্রীকে টুইটারে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন করণ জোহর, ফারাহ খান, প্রিয়াঙ্কা চোপড়ার মতো তারকারা। করণ জোহর টুইট করেন, 'শুভ জন্মদিন দীপিকা পাড়ুকোন। আরও শক্তিশালী হন! এ বছরটাও যেন চমৎকার কাটে, এই কামনা করি। প্রিয়াঙ্কা চোপড়ার টুইট, 'শুভ জন্মদিন দীপিকা! তোমার মতো অসাধারণ এক বন্ধু পেয়ে আমি খুবই খুশি।
কামনা করি এ বছরটাও তোমার দারুণ কাটুক। তোমাকে ভালোবাসি আমি।