'চোখের জলে মনে পড়ে' ও 'একলা পৃথিবী'এর পর এবার তৃতীয় অ্যালবামের কাজ শুরু করলেন ক্লোজ-আপ ওয়ান তারকা আনোয়ার হোসেন। এরই মধ্যে গান বাছাইয়ের কাজ শেষ হয়েছে। গানে কণ্ঠ দেওয়ার পাশাপাশি অ্যালবামের সবগুলো গানের কথা লিখেছেন শিল্পী নিজেই। খুব শীঘ্রই সুর ও সংগীতায়োজনের কাজ শুরু করবেন তিনি। নাম ঠিক না হওয়া এ অ্যালবামটিতে অনেক গুণী সুরকাররা সুর করবেন বলে জানান শিল্পী নিজেই। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার আগের দুটি অ্যালবাম শ্রোতাপ্রিয় হয়েছে। আর তাই এবার তৃতীয় একক অ্যালবামের কাজ শুরু করেছি। এবারের অ্যালবামটি আমি একটু ভিন্ন ধাঁচের গান দিয়ে সাজানোর চেষ্টা করেছি। আশা করছি, অ্যালবামটি শ্রোতাদের ভালো লাগবে।