গত বছরে বক্স অফিসে হৃত্বিকের 'কৃষ থ্রি' ঝড় তুলেছিল। বক্স অফিসে কালেকশনে মাপলে একশো কোটির ক্লাবে। তবে সিনে কেরিয়ারে সাফল্য আসলেও, ব্যক্তিগত জীবনে আসে চরম দুর্ভোগ।
ডিসেম্বরের ১৩ তারিখ হৃত্বিককে বিচ্ছেদের কথা জানান সুজান। তারপর থেকে হৃত্বিক নিজেকে একবারেই গুটিয়ে নিয়েছিলেন। কোনও রকম শ্যুটিং, প্রোমোশন, ক্যাম্পেনিংয়ের সঙ্গে যুক্ত করছিলেন না নিজেকে। শেষমেশ গতকাল থেকেই কাজে ফিরলেন হৃত্বিক রোশন। হৃত্বিক-ক্যাটরিনার নতুন ছবি ‘ব্যাং ব্যাং’-এর পরিচালক সিদ্ধার্থ কাপুরের একটি বিজ্ঞাপনের শ্যুটিংয়ের মধ্যে দিয়েই প্রত্যাবর্তন হলো হৃত্বিকের।
জানা গেছে, শ্যুটিংয়ে সঠিক সময়ে আসেন হৃত্বিক। বেশ চুপচাপ-ই ছিলেন তিনি। সিদ্ধার্থ কাপুরের কথা অনুযায়ী, ‘হৃত্বিক সবসময়ই খুব পাঞ্চুয়াল ও প্রফেশনাল। একদম পারফেক্ট শ্যুট হয়েছে।’ তবে সিদ্ধার্থের কথায়, শ্যুটিং ফ্লোরে খুব একটা চুপচাপ কখনই থাকতেন না হৃত্বিক। সবার সঙ্গে মজা করতেন। এই শ্যুটিংয়ে সেই ব্যাপারটিই ছিল মিসিং। অনেক বেশি রাশভারি দেখাল হৃত্বিককে।