ঘটনাটা ছিল পুনমের কাছে দুঃস্বপ্নের মতই। কখনই ভাবতে পারেননি এমনটা ঘটবে। নিশ্চিন্তে এক পাঁচতারকা হোটেলে নিউ ইয়ারের সেলিব্রেশনে মেতে ছিলেন পুনম পাণ্ডে। নাচছিলেন গানের তালে তালে। হঠাৎ ১০-১২ জন যুবক এসে ঘিরে ধরেন পুনমকে। শুধু ঘিরে ধরাই নয়, চেষ্টা করেন পুনমের শরীরে হাত দিতে। পরিস্থিতির চাপে পড়ে পুনম সাহায্যের জন্য চিৎকার করলেও, গানের আওয়াজে শুনতে পাননি বাউন্সাররা। ততক্ষণে নাকি এক ঝাঁক মাতাল যুবক শুরু করে দিয়েছিল অসভ্যতা।
শেষমেশ সহ্য করতে না পেরে পুনম হাত-পা চালাতে শুরু করলে, বাউন্সারদের নজরে আসে পুরো ব্যাপারটি। বাউন্সারের সাহায্যে বেঁচে গেলেও, পুনম কিন্তু ভয়ে কাবু।
পুনম জানিয়েছেন, ‘জাস্ট ভাবতে পারছি না আমার সঙ্গে এটা ঘটতে পারে। আমাদের মতো তারকাদের সঙ্গে যদি এরকম আচরণ হয়, সাধারণ মানুষেরা কতটা নিরাপত্তাহীনতায় দিন কাটান তা সত্যিই ভেবে উঠতে পারছি না। আমার মনে হয় এবার কঠিন পদক্ষেপ নেওয়ার সময় এসেছে।’