একজন রেডিও জকি হিসেবে নীরব খানের জনপ্রিয়তা থাকলেও এখন তিনি টেলিভিশনে উপস্থাপনা ,অভিনয় ও মিউজিক ভিডিওতেও মডেল হিসেবে তার উপস্থিতি বিশেষভাবে লক্ষ্য করা যায়। বাংলাভিশনে প্রচারিত 'মিউজিক ক্লাব'-এর নিয়মিত উপস্থাপক তিনি। আজ 'মিউজিক ক্লাব' অনুষ্ঠানে নীরবের আমন্ত্রণে শ্রোতা ভক্তদের গান শোনাতে স্টুডিওতে উপস্থিত হবেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজনীন মিমি। রাত ১১টা ২৫ থেকে রাত ৩টা পর্যন্ত মিমি তার ভক্ত শ্রোতাদের গান গেয়ে শুনাবেন। নতুন ইংরেজি বছরে এটাই হচ্ছে মিমির প্রথম লাইভ শো। মিমি বলেন,'আমি আমার নিজের গান গাওয়ার পাশাপাশি কিছু পুরোনো দিনের গান গাইবো যেখানে প্রাধানা্য পাবে শাহনাজ রহমতুল্লাহ, লতা মুঙ্গেশকর, আশা ভোঁশলে মিতালী মুখার্জির গান। আশা করছি নাকটি শ্রোতাদের ভালো লাগবে।