চলতি মাস থেকে এটিএন বাংলায় প্রচার শুরু হচ্ছে সমসাময়িক ইস্যু ভিত্তিক টক শো 'নিটল টাটা মধ্যরাতের সংলাপ'। অনুষ্ঠানটি সাপ্তাহিকভাবে প্রতি বৃহস্পতিবার রাত ১২টা ৩০ মিনিটে প্রচার হবে। আগামীকাল প্রচার হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খান। এর আগে টেলিভিশনে নানা ধরনের অনুষ্ঠান করলেও এবারই প্রথম তার পরিচালনা ও উপস্থাপনায় টিভি পর্দায় রাজনৈতিক টক শো প্রচারিত হতে যাচ্ছে। কিরণ জানান, এটি হবে ভিন্ন মেজাজের এক টক শো-যেখানে ফুটে উঠবে বর্তমান প্রেক্ষিতে আগামীর রাজনীতির সংশ্লিষ্ট বিষয়গুলো। কিরণ আরও বলেন, বহুবিধ কারণেই দেশের সামগ্রিক রাজনীতি এবং রাজনৈতিক নেতৃত্বের বিকাশ ও বিস্তৃতি নিয়ে নানা কথা হচ্ছে।
রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের কথা বলছেন অনেকে। সেই পরিবর্তনের ধারাটি কী, পরিবর্তনই বা কীভাবে সম্ভব? রাজনীতিতে নতুন চিন্তার বিষয়ই বা কী? রাজনৈতিক মেনিফেস্টো থেকে শুরু করে প্রচার প্রচারণাতেই বা কী ধরনের পরিবর্তন জরুরি? মধ্যরাতের সংলাপে উপজীব্য থাকবে এসব ইস্যুগুলোই। যেখানে সামনের দিনের রাজনীতির গতিপ্রকৃতি অাঁচ করা সম্ভব হবে।