প্রেজেন্ট অ্যান্ড ফিউচার
এনটিভিতে আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে প্রচার হবে রেডিমেড গার্মেন্টস বিষয়ক আলোচনা অনুষ্ঠান 'আরএমজি : পাস্ট, প্রেজেন্ট অ্যান্ড ফিউচার'। মেহেদী মাহবুবের পরিকল্পনা ও উপস্থাপনায় এই বিজনেস শোর আজকের পর্বে আলোচক হিসেবে থাকবেন নিউ এজ গ্রুপের ভাইস চেয়ারম্যান ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম এবং অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) মহাসচিব আইটি বিশেষজ্ঞ টিআইএম নূরুল কবির।
আজ 'স্বপ্নযাত্রা'
একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে তরুণদের সাফল্য, তরুণদের নতুন যে কোনো কিছুতে আগ্রহ, তরুণদের যে কোনো নতুন ভাবনা নিয়েই স্বপ্নযাত্রা। বাংলাদেশের তরুণরা দেশ-বিদেশে সর্বস্তরে বিভিন্ন ক্ষেত্রে তাদের মেধার পরিচয় দিয়ে দেশ এবং জাতিকে করে তুলছে সমৃদ্ধ। সেসব তরুণদের সাফল্যগাথাও থাকছে 'স্বপ্নযাত্রায়'। ফাতেমা শিলুর প্রযোজনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকাল ৪টা ৩০ মিনিটে একুশে টেলিভিশনে।
নির্বিকার মানুষ
এটিএন বাংলায় আজ রাত ১১টায় প্রচার হবে ধারাবাহিক নাটক 'নির্বিকার মানুষ'। টুকু মজনিউলের রচনায় ধারাবাহিকটি পরিচালনা করেছেন মাসুদ মহিউদ্দীন। অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, নাফিজা জাহান, আদনান ফারুক হিল্লোল, নওশীন, নাজনীন হাসান চুমকি, হুমায়রা হিমু, সামস্ সুমন, তনিমা আহমেদ, আরফান আহমেদ, লুৎফর রহমান জর্জ, মাহমুদুল ইসলাম মিঠু, শর্মিলী আহমেদ, কে এস ফিরোজ, ড. ইনামুল হক, আহসানুল হক মিনু প্রমুখ। হাসান এস এস সি ও ইন্টারমিডিয়েটে স্ট্যান্ড করা ছাত্র। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 'ল' ডিপার্টমেন্ট থেকে অনার্স শেষ করার পর কোনো এক অজ্ঞাত কারণে মাস্টার্সে ভর্তি হন না। ঠিক করে আর পড়াশোনা করবে না।
নাটক 'বিবাহ'
মোহনা টিভিতে সাপ্তাহিক প্রচারিত হয় একক নাটক 'বিবাহ'। নাটকটি প্রচারিত হবে আজ রাত ৮টা ৩০ মিনিটে। নাটকটি রচনা করেছেন মাহমুদুল ইসলাম সেলিম। নাটকটি পরিচালনা করেছেন লাকী ইনাম। নাটকটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, শহিদুজ্জামান সেলিম, লিটু আনাম, হৃদি হক, তানিয়া আহমেদ, সাজু খাদেমসহ আরও অনেকে। নাটকটি মূলত একটি রম্যকাহিনী নিয়ে নির্মিত হয়েছে।
নাটক 'ক্রাইম ফিকশন'
বাংলাদেশের বিভিন্ন চাঞ্চল্যকর-আলোচিত এবং মর্মস্পর্শী হত্যাকাণ্ড, ধর্ষণ, গুম, অপহরণ, প্রতারণা ও ডাকাতির নেপথ্য কাহিনী নিয়ে এই প্রথম বাংলাদেশি কোনো বেসরকারি টেলিভিশন চ্যানেলের জন্য নির্মিত এক ঘণ্টা ব্যাপ্তির পূর্ণাঙ্গ খণ্ড নাটক। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে নাটক 'ক্রাইম ফিকশন'। এ নাটকের মূল বৈশিষ্ট্য হচ্ছে নাটকের প্রতিটি মুহূর্তে রয়েছে নাটকীয়তায় ভরপুর যা দর্শক ধরে রাখতে সক্ষম হবে। লিসানুল হক খান তারেকের নাট্যরূপ ও প্রযোজনায় ব্যতিক্রমী এই ধারাবাহিক নাটকটি আজ রাত ৮টা ৫৫ মিনিটে প্রচার হবে।
'অ'-এর গল্প
অজ্ঞাত কারণে তরুণী খুনের গল্প নিয়ে প্রচারিত হবে আজকের 'অ'-এর গল্প। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। আজকের পর্বে অভিনয় করেছেন নিয়াজ আহমেদ, বীথি চৌধুরী, সুজাত শিমুল, সাজ্জাদ সাজু, আরিফ অরণ্য প্রমুখ। 'অ-এর গল্প' ধারাবাহিক নাটক বাংলাভিশনে প্রচারিত হচ্ছে প্রতি সপ্তাহের মঙ্গল ও বুধবার রাত ৯টা ৫ মিনিটে।নাটক 'কাম টু দ্য পয়েন্ট'
মানিক মানবিকের কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কাম টু দ্য পয়েন্ট'। এতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, চিত্রলেখা গুহ, সাজু খাদেম, আশফাকুল নোমান, প্রাণ রায়, নওশাবা, শানু, রুকশানা হীরা, প্রিয়া আমান, কাজী উজ্জ্বল, অনামিকা, অনুভব, আল-আমিন প্রমুখ।
শীলা, নীলা, মিলা, ইলা এবং লীলা...জালাল খানের পাঁচ কন্যা। এসএ টেলিভিশনে প্রচারিত হয় প্রতি মঙ্গল ও বুধবার রাত ৮টা ৩০ মিনিটে।
আজ 'ক্ষুদে রসিকরাজ'
মিরাক্কেল চ্যাম্পিয়ন আবু হেনা রনির উপস্থাপনায় বাংলাভিশনে আজ প্রচার হবে শিশু-কিশোরদের কৌতুকের অনুষ্ঠান 'ক্ষুদে রসিকরাজ'। অনুষ্ঠানে শিশুরা সবাই মজার মজার কৌতুক পরিবেশন করেছে। শিশুরা কৌতুক পরিবেশন করেছে গল্পের মতো করে। অনুষ্ঠান দেখে মনে হবে প্রত্যেকে তাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনার বর্ণনা দিচ্ছে টুকরো গল্পের মতো। 'ক্ষুদে রসিকরাজ' বাংলাভিশনে প্রচারিত হবে আজ বিকাল ৫টা ২৫ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন রফিকুল ইসলাম ফারুকী।