জনপ্রিয় গল্প উপন্যাস নিয়ে নাটক হয়েছে, কবিতা অবলম্বনেও নাটক হয়েছে অনেক সময়। কিন্তু এখনো বাংলাদেশের কোনো টেলিভিশন চ্যানেলে বিখ্যাত এবং জনপ্রিয় গানগুলোর গল্প অবলম্বনে নাটক প্রচার হয়নি। এবার পরিচালক অনন্য ইমন জনপ্রিয় গান নিয়ে নির্মাণ করেছেন ধারাবাহিক নাটক 'রেইন ফরেস্ট'। এখন পর্যন্ত সিরিজের আলাদা আলাদা গল্পে অভিনয় করছেন সজল, আমিন খান, কুসুম শিকদার, নাঈম, কল্যাণ কোরাইরা, ফারহানা মিলি, শাহেদ আলী প্রমুখ। এ প্রসঙ্গে অনন্য ইমন বলেন, জনপ্রিয় রবীন্দ্রসংগীত, বাংলা ক্লাসিক্যাল এবং মনছুঁয়ে যাওয়া ওয়েস্টার্ন ক্লাসিক্যাল গল্পনির্ভর গানগুলোকে প্রাধান্য দিয়ে সিরিজটি সাজানো হয়েছে। পরবর্তী সময়ে অনুমতি সাপেক্ষে বাংলা ব্যান্ড, আধুনিক এবং ফোক গানগুলোকেও সিরিজে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করা হবে। প্রিয় গানের সিরিজ নাটক 'রেইন ফরেস্ট' শীঘ্রই প্রচার হবে এসএ টিভিতে।