আজ জনপ্রিয় অভিনেতা মীর সাবি্বর ও শাহরিয়ার নাজিম জয়ের জন্মদিন। দুজনই আজকের জন্মদিনটি তার পরিবারের সদস্যদের সঙ্গে কাটাবেন। মীর সাবি্বর তার স্ত্রী ফারজানা চুমকি ও দুই ছেলে মীর ফারসাত-মীর তারাজের সঙ্গে কাটাবেন। অন্যদিকে জয় তার স্ত্রী অনন্যা ও একমাত্র ছেলে আয়াতের সঙ্গে সময় কাটাবেন। তবে দুই বন্ধুরই পরিকল্পনা আছে আজকের বিশেষ এই দিনের কোনো একটা সময়ে তারা একত্রে কিছুটা সময় কাটাবেন। সুখ দুঃখের গল্প করবেন। সেই সঙ্গে নতুন কিছু একটা পরিকল্পনা করবেন। চলতি মাসে মীর সাবি্বর ও শাহরিয়ার নাজিম জয়ের নতুন দুটি ধারাবাহিক নাটক দুটি স্যাটেলাইট চ্যানেলে প্রচারে আসছে।