মালদ্বীপে পরিবারের সদস্যদের সঙ্গে নতুন বছরকে বরণ করে নেওয়ার পরপরই নিউইয়র্কে উড়াল দিয়েছেন 'রামলীলা' তারকা দীপিকা পাড়ুকোন। আর নিউইয়র্কে একান্ত সময় কাটানোর সময় তাকে সঙ্গ দিয়েছেন তার সহ-অভিনেতা ও 'ভালো বন্ধু' রণবীর সিং। শুধু তাই নয়, দীপিকার জন্মদিনও তারা একসঙ্গে উদযাপন করেছেন সেখানে। এসব কারণে ফের রণবীর সিং ও দীপিকার অভিসারের গুঞ্জন ডালপালা মেলেছে। গত বছরের আলোচিত 'রামলীলা' ছবিতে জুটি বেঁধে অভিনয় করেন রণবীর ও দীপিকা। শেকসপিয়রের 'রোমিও অ্যান্ড জুলিয়েট' অবলম্বনে সঞ্জয় লীলা বনসালি পরিচালিত ছবিটির প্রধান দুটি চরিত্রে কাজ করেছেন রণবীর-দীপিকা।