সাত বছর পর আবার বড় পর্দায় নায়িকার ভূমিকায় ফিরছেন তিনি। যার ভুবন ভুলানো হাসি একসময় ঝড় তুলত বহু পুরুষের হৃদয়ে। এই শুক্রবারই বড় পর্দায় দেখা মিলবে সেই মাধুরীর।
শুধু মাধুরী অভিনীত ঢেড় ইশকিয়া ছবির মুক্তি নয়, গুলাব গ্যাং ছবির ট্রেলারও মুক্তি পাচ্ছে এইদিনই। আর তাইতো এই শুক্রবার বক্সঅফিস প্রস্তুত ডবল মাধুরী ধামাকার জন্য।
বিদ্যা বালন অভিনীত ইশকিয়ার সিক্যোয়েল হলেও ঢেড় ইশকিয়া একেবারেই নতুন ছবি বলে দাবি করেছেন পরিচালক অভিষেক চৌবে।
বিদ্যার বদলে মাধুরী এলেও এই ছবিতেও খালুজান ও বব্বনের চরিত্রে রয়েছেন নসিরুদ্দিন শাহ, আরশাদ ওয়ারসি। মাধুরী এই ছবিতে বেগম পারা। রয়েছেন হুমা কুরেশি।
উল্লেখ্য, ১৫ কোটি টাকার বাজেটে তৈরি ছবিটি প্রযোজনা করেছেন বিশাল ভরদ্বাজ ও সিমারু এন্টারটেনমেন্টের রমন মারু। আর ছবিটি মুক্তি পাচ্ছে ভারতের ১২০০ থেকে ১৫০০ প্রেক্ষাগৃহে।