গত বছরের শেষের দিকে করণ জোহরের 'কফি উইথ করণ' অনুষ্ঠানে রীতিমতো বোমা ফাটান তিনি। জানালেন, তিনি নাকি এখনও ভার্জিন। কথাটা শুনে অবাক গোটা বলিউড, গোটা দেশ এবং দেশ ছাড়িয়ে বাইরের দর্শকরা। নতুন বছরের শুরুতে আবারও চমক দিলেন তিনি। বলিউডের দাবাং খান মানে সালমান খান এবার সমাজ সেবায় মন দিয়েছেন।
ঘটনাটা হলো, সম্প্রতি মেহেবুব স্টুডিও'র একই ফ্লোরে শ্যুটিং করতে এসে সাল্লু-শাহরুখ দু'জনেই দুজনকে চিনেও চিনতে পারলেন না যেন। এ বিষয়ে সালমানকে জিজ্ঞেস করলে তিনি জানান, কাজের চাপে এমনটা হতেই পারে। তবে মুডি হলেও সাল্লু কিন্তু সবসময়ই রগচটা নন। সেদিন শাহরুখকে এড়িয়ে স্টুডিও থেকে বেরোনোর পথেই তার চোখ পড়লো হুইল চেয়ারে বসে থাকা বিজয়ের দিকে। সঙ্গে সঙ্গে থেমে বিজয়ের বাবাকে ডেকে সব শুনে তার চিকিৎসার পুরো দায়িত্ব নিলেন তিনি। পরিচিত ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন বিজয়কে।
এ বছর টেলিভিশনের পর্দায় সামাজিক ইস্যুবিষয়ক এক বিশেষ রিয়্যালিটি শো নিয়ে হাজির হচ্ছেন সালমান খান। এ প্রসঙ্গে তিনি জানান, এই শো একেবারেই আমিরের 'সত্যমেব জয়তে' নয়।
অন্যদিকে, নতুন ছবি 'জয় হো'র প্রোমোশনে আবারও প্রেম নিয়ে মুখ খুললেন এই বলিউড হিরো। ছবির নায়িকা ডেইজির সঙ্গে তার সর্ম্পক নিয়ে চারদিকে ফিসফাস চলছে। কিন্তু সাল্লু সাংবাদিকদের জানালেন, প্রেম, বিয়েতে আমি নেই। সত্যি বলতে কি বিয়ে করব না বলেই ঠিক করেছি। আর এই সব গুঞ্জন আমার টিআরপিকে বাড়ি দিচ্ছে। তাই মন দিয়ে গসিপ করুন!