চিত্রনায়িকা অন্তরা আর নেই। বুধবার বিকেল সাড়ে পাঁচটায় অন্তরা তার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন। হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি ইন্তেকাল করেছেন বলে জানা গেছে।
অন্তরার অকস্মাৎ মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। মূলত শিশু শিল্পী হিসেবে অন্তরার চলচ্চিত্রে যাত্রা শুরু হয়। তবে ‘পাগল মন’ ছবিতে অভিনয় করে তিনি ব্যাপক আলোচনায় চলে আসেন। এরপরও তিনি আরও বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন। বুধবার রাতেই আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়েছে বলে জানা গেছে।