দামি তারকা বানানোর অপকৌশল নিয়ে নিজেকে আড়াল করে রেখেছেন সংগীতশিল্পী মিলা। কিন্তু এতে যে হিতে বিপরীত হয়েছে তা তিনি এখন টের পাচ্ছেন। ভক্ত এবং শ্রোতাদের মন থেকে তার নাম মুছে গেছে প্রায়। এ নিয়ে সংগীতাঙ্গনে আলোচনা চলছে বেশ। অনেকে মনে করেন, মিলা এমন কোনো কোয়ালিটিফুল গান করে যাননি যে, তিনি আড়ালে চলে গেলেও সবাই হা-হুতাশ করবে।
যাই হোক, নিজের ভুল শোধরাতে মিলা আবার ফিরছেন। তবে মিলা ভক্তদের জন্য নতুন খবর- সম্প্রতি মিলা নিজে একটি মিউজিক্যাল ফিল্ম বানিয়েছেন। নাম আনসেন্সরড। এতে থাকছে তার কথা, বেড়ে ওঠা, চলার পথের প্রতিবন্ধকতা, প্রতিকূল পরিস্থিতির মোকাবিলা, এমনই নানা বিষয়। আরও থাকছে মিলার নতুন অ্যালবামের পাঁচটি গানের মিউজিক ভিডিও। সবাই বলছেন, নিজের হারানো জনপ্রিয়তা পুনরুদ্ধার করার জন্য তিনি এ কৌশল নিয়েছেন। কিন্তু এতে কাজ হবে কিনা তা নিয়ে সবাই সন্দিহান। সবার সন্দেহ থাকলেও মিলা আশাবাদী। তিনি বলেন, 'দেশে ও দেশের বাইরে আমার ব্যাপারে অনেকেই তেমন কিছু জানেন না। আনসেন্সরড ছবিটি আমাকে আর আমার গানকে সবার কাছে পৌঁছে দেবে।' মিলা তার আনসেন্সরড ছবির উদ্বোধনী প্রদর্শনী করবেন ফেব্রুয়ারিতে। এ উপলক্ষে ঢাকাসহ দেশের কয়েকটি বড় জেলা শহরে গান গাওয়ার পরিকল্পনা করছেন। একই সময়ে আইটিউনস ও ইউটিউবে দেখা যাবে ছবিটি। দেশের বাইরেও একাধিক অনুষ্ঠান করবেন এ বছর। আর তার প্রতিটি অনুষ্ঠানের শুরুতেই থাকবে আনসেন্সরড ছবির প্রদর্শনী। মিলা বলেন, 'সবাইকে চমকে দেব বলেই একটু বিরতি নিয়েছিলাম। তবে গানে আমি আবার নিয়মিত হচ্ছি।'