জিটিভির নিয়মিত সরাসরি অনুষ্ঠান 'ঘর মন জানালা'। ঘর মন জানালা মানুষের মন ও মনস্তাত্তি্বক বিষয়ক একটি সরাসরি অনুষ্ঠান।
আলোচনায় অংশগ্রহণ করবেন মনোবিজ্ঞানী ফরিদা আক্তার। অনন্ত জাহিদের প্রযোজনায় ও শবনম আজীমের উপস্থাপনায় অনুষ্ঠানটি আজ বৃহস্পতিবার রাত ১১টা ০৫ মিনিটে জিটিভিতে প্রচার হবে।