আবারও জুটি হয়ে অভিনয় করছেন সজল ও মেহজাবিন। ইরানী বিশ্বাসের রচনা-পরিচালনায় নাটকটি নির্মিত হচ্ছে। শিরোনাম 'প্রবাল দ্বীপে নির্জনতায়'। নাটকে সজল অভিনয় করেছেন রবি চরিত্রে এবং মেহজাবিন অভিনয় করেছেন মুমু চরিত্রে। সর্বশেষ তারা দুজন নুজহাত আলভী আহমেদের নির্দেশনায় 'কমন ডায়লগ' নাটকে অভিনয় করেছিলেন। এরপর বিগত বেশ কয়েক মাস এই জুটিকে একসঙ্গে কাজ করতে দেখা যায়নি। ইরানী বিশ্বাসের পরিচালনায় নির্মিত 'প্রবাল দ্বীপে নির্জনতা' নাটকটি খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে। সজল বলেন, 'গল্পটি অনেক মজার। মনে হতে পারে কোনো দ্বীপের মাঝে আমরা শুটিং করেছি। কিন্তু নাটকটি দেখলে দর্শক বুঝবেন কেন নাটকের নামকরণটি এমন হয়েছে।' মেহজাবিন বলেন, 'সজল ভাইয়ার সঙ্গে সবসময়ই কাজ করতে ভালো লাগে।'