চলচ্চত্রে জুটিবদ্ধ হলেন সায়মন ও পরী মনি। চলচ্চিত্রের শিরোনাম 'রানা প্লাজার রেশমা'। রানা প্লাজা ধসের ট্র্যাজেডি নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করছেন নজরুল ইসলাম খান। এতে ধ্বংসস্তূপের ভেতর থেকে দীর্ঘদিন পর জীবন্ত উদ্ধার হওয়া রেমশার চরিত্রে অভিনয় করবেন পরীমনি। চলতি মাসেই চলচ্চিত্রটির নির্মাণকাজ শুরু হবে। এ ছাড়া সায়মন আরও একডজন চলচ্চিত্রে কাজ করছেন। এগুলোর মধ্যে শাহাদাত হোসেন লিটনের 'তোমার কাছে ঋণী' ৭ ফেব্রুয়ারি মুক্তি পাবে। মুক্তি প্রতীক্ষিত তার আরেকটি চলচ্চিত্র হচ্ছে এজে রানার 'তোর লাগিয়া পরান কান্দেরে'। চলচ্চিত্রের এই নতুন মুখ সায়মন অভিনীত বর্তমানে উল্লেখযোগ্য একটি চলচ্চিত্র হচ্ছে ইফতেখার চৌধুরীর 'অ্যাকশন জেসমিন।' এতে তার বিপরীতে রয়েছেন ববি। ২০১১ সালে জাকির হোসেন রাজুর 'জ্বী হুজুর' চলচ্চিত্রের মাধ্যমে চিত্রজগতে আসা সায়মন শুরু থেকেই সুঅভিনয়ের মাধ্যমে দর্শকনজর কেড়েছেন। গত বছর সায়মন অভিনীত একই নির্মাতার 'পোড়ামন' চলচ্চিত্রটি ব্যবসাসফল ও এতে এই নায়কের অভিনয় প্রশংসিত হয়। এ ছাড়াও সায়মান অভিনীত বেশ কয়েকটি চলচ্চিত্র মুক্তি পেয়ে সফল হয়েছে।