টেলিছবি 'কিংবদন্তি'
তিশার গায়ে হলুদ আজ। আচমকা তার বিশ্ববিদ্যালয়ের বন্ধু মিলন বাসায় এসে হাজির। কথায় কথায় তিশার সঙ্গে বিশ্ববিদ্যালয় জীবনের নানা ঘটনা স্মৃতিচারণ করে মিলন। তিশা তাকে ভালোবাসত কিন্তু সে সবসময় তার ভালোবাসাকে তুচ্ছ-তাচ্ছিল্য করত, অপমান করত। মিলন এখন অনুতপ্ত। তাই তিশার কাছে ছুটে এসেছে। কিন্তু অনেক দেরি হয়ে গেছে। তিশা চাইছে না মিলন এখানে বেশিক্ষণ থাকুক। থাকলে তার সমস্যা হতে পারে। সাগর জাহানের রচনা ও রতন রিপনের পরিচালনায় 'কিংবদন্তির আজ হলুদ সন্ধ্যা' প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে।
লাইভে চন্দনা মজুমদার
আজ রাত ১১টায় মাছরাঙা টেলিভিশনের সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান 'তোমায় গান শোনাবো'-তে গান পরিবেশন করবেন লোকসংগীতের জনপ্রিয় শিল্পী চন্দনা মজুমদার। দুই ঘণ্টা ব্যাপ্তির বৈঠকী ঘরানার এ অনুষ্ঠানে নিজের পছন্দ ও দর্শকদের অনুরোধে বেশ কিছু গান পরিবেশন করবেন তিনি। গানের পাশাপাশি কথা বলবেন নিজের জীবনযাত্রা ও সংগীত ভাবনার নানা দিক নিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন কৌশিক শংকর দাশ। প্রযোজনা করবেন সাইফুল ইসলাম।
'মধ্যরাতের সংলাপ'
এটিএন বাংলায় সম্প্রচার শুরু হচ্ছে সমসাময়িক ইস্যুভিত্তিক টকশো 'নিটল টাটা মধ্যরাতের সংলাপ'। আজ প্রচার হবে অনুষ্ঠানটির প্রথম পর্ব। হাসান আহমেদ চৌধুরী কিরনের উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহেদ দৌলা খান। বিতর্ক অনুষ্ঠানের বাইরে এটিএন বাংলা'য় এবারে সমসাময়িক ইস্যুভিত্তিক রাজনৈতিক টকশো নিয়ে আসছেন তিনি। অনুষ্ঠানটি ভিন্নধর্মী।
আজ তবুও বাঁধন
মানুষের সম্পর্কের নানবিধ সমস্যা, জটিলতা, দ্বন্দ্ব, টানাপড়েন এবং তার মনস্তাতি্বক বিশ্লেষণ ও পরামর্শের মাধ্যমে সমাধানের প্রচেষ্টা নিয়ে একুশে টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান 'তবুও বাঁধন'। আজকের তবুও বাঁধন এর আলোচনার বিষয় থাকবে 'সন্তানের মূল্যবোধ অর্জনে পারিবারিক শিক্ষা'।
অনুষ্ঠানটি প্রযোজনা করছেন ফাতেমা শিলু। রোকেয়া প্রাচীর উপস্থাপনায় এবং ডা. মোহিত কামালের মনোবিশ্লেষণে আজকের পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খালেদ মুহিউদ্দিন। অনুষ্ঠানটি আজ রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে।
নাটক পরিবার করি কল্পনা
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'পরিবার করি কল্পনা'। এটি প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার প্রচার হবে। ইকবাল হোসাইন চৌধুরী'র রচনায় নাটকটি যৌথভাবে পরিচালনা করেছেন আতিক জামান ও রেদওয়ান রনি। অভিনয় করেছেন মোশাররফ করিম, মম, মেহজাবিন, আ খ ম হাসান, আবুল হায়াত, শাহেদ আলী সুজন, সুষমা, গোলাম হাবিবুর রহমান, কুমকুম হাসান, লায়লা হাসান প্রমুখ।
নাটক 'গুল বাহাদুর লজ'
মোহনা টিভির দীর্ঘ ধারাবাহিক গুল বাহাদুর লজ। প্রতি বৃহস্পতি, শুক্র ও শনিবার নাটকটি দেখানো হয় মোহনা টিভিতে। প্রেম ভালোবাসা ও পারিবারিক গল্পের এই নাটকটি কৌতুকধর্মী করে পর্দায় উপস্থাপন করা হয়েছে। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন এস এম হোসেন বাবলা। অভিনয় করেছেন শর্মিলী আহমেদ, খুরশীদুর জামান উৎপল, ফজলুর রহমান বাবু, আগুন, শিউলী শিলা, সাজু খাদেম, ঈশানা, সিদ্দিকুর রহমান, সামস্ সুমন, জেরিন, পল্লব, সূচনা, তুষার মাহমুদ প্রমুখ।