বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকাল থেকে শুরু হয়েছে সুচিত্রা সেন ও উত্তম কুমার অভিনীত ১০টি চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র উৎসব। 'ট্রিবিউট টু সুচিত্রা সেন' শিরোনামের উৎসব চলছে। জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভে প্রতিদিন সন্ধ্যা ৬টায় এ চলচ্চিত্রের প্রদর্শনী করা হবে। এ উৎসবে থাকছে শিল্পী, সবার উপরে, সাগরিকা, পথে হলো দেরী, সপ্তপদী, একটি রাত, হারানো সুর, সাঁঝের প্রদীপ, সাড়ে চুয়াত্তর এবং ওরা থাকে ওধারে শিরোনামের চলচ্চিত্রগুলো। নাট্যকলা ও চলচ্চিত্রবিষয়ক বিভাগের উদ্যোগে আয়োজিত উৎসবটি চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আয়োজক সূত্রে জানা গেছে, নতুন প্রজন্মের কাছে সুচিত্রার চলচ্চিত্র পৌঁছে দিতেই এই উদ্যোগ।